

সবকটা দেশ যখন কাঁটা তার ব্যারীকেট নিয়ে ব্যাতিব্যাস্ত তখন আমি গাই মুক্তির গান। যখন ধনী দেশ গুলো ভিসা জটিলতায় আঁটকে দেয় অন্য কোন গরীব দেশের ধনী মানুষদের তখন আমি স্বপ্ন দেখি নো ভিসা রিকুয়ার্ডের। একটা বিশ্ব সকলের! ভাবতেই কেমন ভালো লাগায় মন ছুঁয়ে যায়।
আবুল কালামের চোদ্দ পুরুষের বাস মিয়ানমারে। মিলিটারি মিলিসিয়াদের অনেক বছর শাসনের সময় সে স্বপ্ন দেখত গণতন্ত্রের। সুচি নোবেল পেয়েছে সে আসলে হয়ত বদলে জীবন যাত্রার মান। ততদিনে নিজ দেশ ছেড়ে তার পরিবারের দুভাই বাংলাদেশে চলে আসে সুদিনের আশায়। একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে আরাকানে মানুষ যেত ব্যাবসা বাণিজ্য চাকরি করার অভিপ্রায়ে! যাকগে সে কথা! মিয়ানমারের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর কালামের পরিবারের বাকি সদস্যের মধ্যে মা বাবাকে মেরে ফেলা হয়। ষোলো বছরের বোনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। আর কিশোরী বোন এগুলো দেখে সইতে না পেরে আত্মহত্যা করে আর কালাম বেঁচে থাকার জন্যে পালায়। ত্রিশ দিন হেঁটে খেয়ে না খেয়ে নাফ নদী পাড়ি দেয় ওর মতো আরও কালামের সাথে। তবে শেষ রক্ষা হয় না বিজেবির হাতে ধরা খেয়ে মিয়ানমারে পুশ ব্যাক করতে হয়। তবে শেষ পর্যন্ত সে কি বেঁচে আছে কিনা জানা যায় নি!
১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগের সময় তদানিন্তন বাংলা প্রদেশটি ব্রিটিশ শাসকেরা ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ফলে দহগ্রাম, যা ভারতীয় ভূখন্ড দ্বারা চারিদিকে ঘেরা, পাকিস্তানের ভাগে পড়ে। এটি ছিল ভারতে অবস্থিত পাকিস্তানের বৃহত্তম ছিট মহল। এখন অব্দি এই সমস্যার সমাধান হয় নাই। এখানেও এক কালাম আছে যে কিনা ভুলে যায় সে কোন দেশের বাসিন্দা! কারণ আমাদের দেশের কোন সরকারই তাদের জন্য ভাবেননি। আর ভারত ই বা কেন ভাববে? জীবন যাত্রার মান এখানে এত খারাপ যা ওখানে না গেলে বুঝা যাবে না! সেও অনেক বার পুশ অন পুশ ব্যাক হয়েছে। ভাগ্যিস তাকে বি এস এফের বন্দুকের গুলি খেতে হয় নি, তবে সে ফেলানি সহ নাম জানা অজানা অনেক বাংলাদেশীর খবর নিয়েছে! মোদি সাহেব গদিতে বসার আগেই অনেক হুংকার ছাড়ছেন আর বসলে যে আবারও মুসলমানদের রক্তে হাত ধুবেননা তা কি বলা যায়?
আমাদের দেশ সহ আশেপাশেই যখন এই অবস্হা তখন উন্নত দেশ গুলোয় অবস্হা কত বেগতিক বুঝতেই পারছেন! তবে হার মানলেই চলবে না, ভিসা মুক্ত বিশ্ব গড়তে সবাইকে এক যোগে কাজ করতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




