
তিল তিল করে সাজানো তোমার কানন' এক লহমায় ধূসর মালভূমি। শোকে পাথর হয়ে নিজেকে অভিসম্পাত দিচ্ছো' কেনো সেই সাথে তুমি নিজেও লীন হলে না! শোক নিশান ঝুলিয়ে নিজের থেকে নিজেকে ভুলিয়ে অপারের পথ চেয়ে ঠায় বসে রইলে! এর নাম কী জীবন? একবার ভেবে দেখো। পান্থশালার জংলায় অনাদরে বেড়ে উঠা একটা গোলাপ চারাকে নিজ পরিচয়েই তো এখানে এনে বাগানের পথচলা শুরু করছিলে! এরপর রজনীগন্ধা, হাসনুহেনা, গন্ধরাজ, বাগান বিলাশ, রক্তকরবী আরো নাম জানা অজানা কত ফুল! এমন কী ঘাস ফুলকেও তুমি মর্যাদার আসন দিয়েছিলে তোমার বাগানে! তুমি তো তারো একটা নাম দিয়েছিলে' সুখ। সেই সুখ কিন্তু তোমার অসুখে তোমায় ছেড়ে যায় নি! যতটা পথ তুমি ফেলে এসেছো ততোটা পথ না হয় আবার মাড়ালে, ভুলে যাও তুমি কী পেলে কী হারালে! আবার নুতন করে না হয়....
না সুখ সদৃশ ঘাস ফুলের ভালোবাসায় আবার সে স্বপ্নের ডালা সাজায় পুষ্প নিকেতন নাম দিয়ে। পুরোনো সকল ঠিকানায় আগের ভুল গুলোকে ফুল করে স্থান দেয় সেখানে। একটা দুটো করে হাজারো ফুল এখন তার অপার সাধনার ফসল। আর এসব ফুলকে ঘিরে কত প্রজাপতি, ভ্রমর, পাখি এখানে আসে তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বপরী সুখের মালিক পুষ্প নিকেতন নিয়ে এখন মহাসুখেই আছে। যাকে বলে হ্যাপি এনডিং।
মোরাল আর কিছুই না' হাজার বাধা বিপত্তি এলেও মনের কথা শুনতে হয়।
ছবি Click This Link এ খান থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




