
বৃদ্ধা একা ব্যস্ত রাজপথ পেরুতে পারছিলেন না হঠাৎ এক বৃদ্ধ এসে তার হাত ধরে খুব সহজেই পার করিয়ে দিলেন। তাদের মধ্যে কোন কথা হলো না এমনকি ছোট্টো ধন্যবাদ ও না।
ঘটনার আদোপান্ত কেমন একটা ভাললাগায় করিমের দোকান থেকে দেখে পরাগ। করিম থেকে উনাদের সমন্ধে সে জানতে পারে আসলে তারা স্বামী স্ত্রী । পঞ্চাশ বছরের ও বেশি সময় ধরে তারা সংসারী! তবে কিছুদিন দিন পরপরই তাদের ঝগড়া হয় এবং ফলাফলে এক পর্যায়ে বৃদ্ধা গিয়ে উঠে নিজেদের একমাত্র মেয়ের বাসায়। তবে প্রতি বারই এই রাজপথ পারাপারে স্বামী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আহ কি মধুর ভালবাসা।
আজকাল যে কি হয়েছে সমাজ ব্যবস্থায়! প্রায় প্রতিদিন কানে আসে ওর সংসার ভেঙেছে তার সংসার ভাঙছে। পরাগ নিজেও সংসার নামক পদ্মার ভাঙার মুখে।
করিমকে বিল দিয়ে সামনে আগায় পরাগ। মনে মনে ঐ বৃদ্ধকে খুঁজতে লাগে। ভাগ্যের সহায়তায় সে পেয়েও যায় তাকে। সে বৃদ্ধকে চাচা সম্মোধন করে জিজ্ঞেস করে কিভাবে উনি এতো বছর ধরে সংসার করছেন? উত্তরে যা জানা যায় তা কিছুটা একরকম' পরস্পরের বিশ্বাস আর সম্মানবোধ...। তাদের ভেতরে ঝগড়া সম্পর্কে জানতে চাইলে উনি জানান 'পাশাপাশি দুইটা কাঁচের বোতল বহন করলে তারা পরস্পরে লাগবেই.....।'
পরাগ আর কথা না বাড়িয়ে সেই মুহূর্তেই গাড়ি ধরে শ্বশুর বাড়ী গিয়ে উঠে। স্ত্রীর সামনে মাথা নুইয়ে বলে 'দেখো আমি তোমাকে যথার্থ বিশ্বাস ও সম্মান দেখাতে পারি নাই.... ওর স্ত্রী আর কথা শেষ করতে না দিয়ে ওর বুকে মাথা লুকায়।
ছবি ধার করা
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




