আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উবুন্টু ব্যবহারকারীদের ডিসেম্বর মাসের আড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল আড়াইটায় Institute of Education and Research ভবনের ১০২ নম্বর রুমে জমিয়ে আড্ডা দেয়া হবে বিকেল পাচঁটা পর্যন্ত। এই আড্ডাটি মূলত নতুন উবুন্টু ব্যবহারকারীদের প্রতি লক্ষ্য রেখে আয়োজন করা হয়েছে। কিভাবে উবুন্টু বিষয়ক সাহায্য অনলাইন বা অফলাইনে পাওয়া যায়, তাই এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এছাড়াও লিনাক্স সংক্রান্ত সাপোর্ট (সমস্যা-সমাধান) এবং সিডি-ইমেজও আদান-প্রদান চলবে।
কি থাকছে এই আড্ডায়
১। মুক্ত সফটওয়্যার কি, কেন ও কিভাবে - অনিরুদ্ধ অধিকারী
২। অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু - সগীর হোসাইন খান
৩। ফোরাম, মেইলিং লিস্ট ও IRC চ্যাটে সাহায্য পাওয়া - আশিকুর রহমান নূর
চলে আসুন উবুন্টু ব্যবহারকারীদের আড্ডায়, আড্ডা দিন আমাদের সঙ্গে! দেখা হচ্ছে ৩০শে ডিসেম্বর, ২০১১ বিকেল ২:৩০ মিনিটে।
বিস্তারিত আমাদের ফেসবুক পৃষ্ঠায়: https://www.facebook.com/events/150283385075240/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



