আজ ক্লাসে প্রথম পিরিয়ডটা ছিল বাংলা প্রথম পত্রের। যথারীতি মুখ গোঁজ করে বসে ছিলাম। হঠাৎ করে শিক্ষক বুক পকেট থেকে ডাবল সাইড প্রিন্টেড একটা A4 শিট বের করে বললেন, "আগামীকাল তোমাদের নতুন একটা গদ্য পড়তে হবে।" ক্লাসে সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, "স্যার, নতুন কোন গদ্য?" আমরা ভেবেছিলাম হয়তোবা পাঠ্যবই থেকেই কোন একটি গদ্য দেয়া হয়েছে, কিন্তু...
"এই কাগজে নতুন একটি গদ্য দেয়া হয়েছে, বাংলাদেশের সমুদ্রবিজয়। আমি আগামীকাল তোমাদের এটি পড়াবো। এরপর তোমাদের পরীক্ষা হবে এবং পরে ইন্সপেক্টর এসে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবেন।" আমাদের তো মাথায় হাত! বাংলাদেশের এভারেস্ট জয়ের উপর প্রবন্ধ হলেও একটি কথা ছিল, কিন্তু সমুদ্র বিজয়?
স্যারকে বলে অনেক কষ্ট করে শিটটা নিয়ে প্রথম প্যারাটি পড়ে যা বুঝলাম, এটি মূলত দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কিত একটি প্রবন্ধ। আরও জানতে পারলাম যে, এটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। বাধ্যতামূলকভাবে তাদের পড়ে আসতে হবে সেটি।
মূল প্রবন্ধটির একটি কপি আমরা সকল ছাত্র আগামীকালই পেয়ে যাবো, তখন পোস্ট আপডেট করে আপনাদের জানাবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



