চাঁপাইনবাবগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য সানোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেনের গ্রেপ্তার প্রসঙ্গে রোববার রাত ১০টায় স্থানীয় সাংবাদিকদের একটি প্রেসনোট ধরিয়ে দিয়েছেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। তবে ওই প্রেসনোটে গ্রেপ্তার হওয়া দুইজনের জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতা একেবারে এড়িয়ে যাওয়া হয়েছে। যদিও ওই দিন সকালে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও সহকারী পুলিশ সুপার শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, গ্রেপ্তার দুইজনই জেএমবির সক্রিয় সদস্য। তারা নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে সংগঠনের অঘোষিত প্রধান রুহুল আমীন ওরফে সালমানকে হত্যা করেছে। পুলিশ সুপারের স্বাক্ষরিত প্রেসনোটে আরো বলা হয়- গত ২৭ এপ্রিল নাচোলের খলসি এলাকায় একতি মস্তকবিহীন লাশ পাওয়া যায়। ওই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে;মামলার সূত্র ধরে পুলিশ জাহাঙ্গীর ও সানোয়ারকে গ্রেপ্তার করে। তাদের কথা মতো ঘটনাস্থল থেকে ৮/৯ কিলোমিটার দূরে মহানন্দা নদীর তীর থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করা হয়। প্রেসনোটে নিহত ওই ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়েছে সালমান। তার বাড়ি পঞ্চগড় জেলায়। এই প্রেসনোট ও পুলিশ কর্মকর্তাদের আগের বক্তব্য প্রসঙ্গে কেএম আরিফুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তিনি তখনই বলেছিলেন বিষয়টি তদন্তাধীন। পরে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন। তবে প্রাথমিকভাবে জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন। রোববার রাতেই সানোয়ার ও জাহাঙ্গীরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারিক হাকিম তোফাজ্জল হোসেনের কাছে তারা জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক সালমানের স্ত্রী ও সানোয়ারের বোন সাইমা আমীন ও সানোয়ারের স্ত্রী রহিমা বেগমকে রোববার রাতেই ছেড়ে দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়া হলেও সানোয়ার তিন বছর থেকে জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট বলে স্বীকার করেন। আদালত থেকে জবানবন্দি দিয়ে বেরিয়ে প্রিজনভ্যানে ওঠার সময় সাংবাদিকদের কাছে তিনি এ কথা স্বীকার করেন। এ সময় সহকারী পুলিশ সুপার শাকিলুজ্জামানও উপস্থিত ছিলেন। অন্যদিকে সানোয়ারের গ্রামের লোকজন জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেএমবিবিরোধী অভিযানের সময় সানোয়ার পলাতক ছিলেন। ওই সময় তাদের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোটভাই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার সানোয়ারের বাড়িতে গিয়ে কথা হয় তার স্ত্রী রহিমা বেগম, পিতা এরশাদ আলী এবং বোন নিহত সালমানের স্ত্রী সাইমা আমীনের সঙ্গে। তারা জানান, ঘটনার দিন অর্থাৎ গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা কোচ ধরার উদ্দেশে সানোয়ারের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন সালমান। ওইদিন গভীর রাতে বাড়ি ফেরেন সানোয়ার। সাইমা আমীন বলেন, শুক্রবার সকালে সালমানের মস্তকবিহীন লাশের পকেট থেকে যে টিকিট পাওয়া যায় তাতে যাত্রার তারিখ ছিল ২৮ এপ্রিল এবং সেটা তিনজনের ছিল বলে জানতে পেরেছেন। তিনি জানান, সালমানের সঙ্গে তার বিয়ে হয়েছে সাত মাস আগে। নবীন ল্যাবরেটরি (ইউনানী), ঢাকার বিক্রয় প্রতিনিধি নবীন নামে এক ব্যক্তির সঙ্গে তার ছোট ভাই সানোয়ারের ঘনিষ্ঠতা ছিল। নবীনই তার বিয়ের ঘটক। বিয়ের সময় নবীন, সালমানের বন্ধু নওগাঁর মাসুদ ও রফিক ছাড়া সালমানের কোনো আত্মীয় উপস্থিত ছিলেন না। সালমানের কাছে জানতে পারেন তার পিতার নাম আজগর আলী, বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীতে চাকরি করেন এবং মা নাসিমা সুলতানা ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সালমান লেখাপড়া করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। সাইমা আমীন আরো বলেন, তিনি কিছুতেই ভাবতে পারছেন না যে তার ভাই তার স্বামীর হত্যাকা-ের সঙ্গে জড়িত। আর কেনইবা তাকে হত্যা করল। কিন্তু সে (ভাই) পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। সে নিজে সালমানকে জবাই না কারলেও সেখানে উপস্থিত ছিল। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ছাড়াও হত্যকা-ের সঙ্গে সামশুল, শামীম ও গোমস্তাপুরের চকপুস্তম গ্রামের সাইফুলও জড়িত বলে জেনেছেন। সাইমা জানান, বিয়ের পর তিনি কখনো শ্বশুরবাড়ি বা ঢাকায় তার শাশুড়ির কাছে জাননি। তবে বিয়ের পর তার শ্বশুর একবার এখানে এসেছেন। কিছুদিন আগে নবীনের সঙ্গে তার স্বামীর একবার কথা কাটাকাটি হয়েছিল বলে শুনেছেন। বিয়ের পর সালমান এখানে ৮/১০ বার এসেছেন। পক্ষাঘাতগ্রস্ত সানোয়ারের পিতা এরশাদ আলী কেঁদে কেঁদে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। এসবের সঙ্গে (জেএমবি) জড়িত হতে নিষেধ করেছেন। কিন্তু তাকে পাত্তা দেয়নি কখনো। অসুস্থ মানুষ কী আর করবেন। তার মেয়ের জামাইকে সানোয়ারই নিয়ে মেরে ফেলেছে।
[link|View this link
প্রেসনোটে জেএমবি সংশ্লিষ্টতা এড়িয়ে গেল চাঁপাই পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।