আইজ সকাল থেকেই আমার "প্রেতিভা" হঠাৎ কেন জানি জাইগা উঠা শুরু করল। মনে হইল আরে আমিতো C,C++,C#, java, ajax, html,php,wml, cobol,python,perl (আর কোন নাম জানি না) জানি! এই বিরাট প্রতিভা দেশ ও একাদশের (দশের+নিজের) কাজে না লাগাইলে তো আমার জন্ম বৃথা। তাই একখান না দুই দুইখান সার্চ ইন্জিন বানাইলাম। আপাতত গুগলের ডাটাবেজ ইউজ করছি (আমি মেটা ফেটা বুঝি না
আমার মেধাবী প্রোগ্রামার টিম বিয়াফক গবেষণা করতেছে সার্চ ইন্জিনরে ডিজেল ইন্জিন,পেট্রোল ইন্জিন, সিএনজি ইন্জিনে কনভার্ট করার তরিকা নিয়া। সার্চ ইন্জিন রফতানি করে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখার পেলান আছে।
আইজ প্রেস কনফারেন্স আছে টঙ্গী তুরাগের তীরে রাইত দুইডা দশ মিনিটে। সিএনএন, বিবিসি, আল জাজিরা, এবিসির মত ছুডখাড গুলান তো আইবই আমাগো জায়ান্টগুলাও আইবো। ভালা কথা, প্রধান আকর্ষণ আঙ্গো "বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান" । সবাইরে আমন্ত্রণ (ইফতারের ব্যবস্হা আছে)। এহ্হে, মিসকল দেয় কেডা??? ল্যারী নি! দেহী কলব্যাক কইরা, গরীব মানুষ!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




