কী নিবিড় নিষিদ্ধ সকাল, যেনো স্বয়ং-সম্পূর্ণ হয়ে এসেছে
প্রাচীন রোমান পুরাকাব্য থেকে আর তার আলোতে
ঝলমলে পৃথিবী জানেই না- কখন সে দাস হয়ে গেলো
এ সকালের।
এ সকাল তার স্পর্শ দিয়ে গেছে মধুরতর আলিঙ্গনে,
ভোরের বাতাসে সে দুলিয়ে গেছে
মরোক্কো বন্দরে বেঁধে রাখা বাণিজ্য নৌকার নাবিকের চুল।
এ আলো ছুঁয়ে দিয়েছে বিশ্বের সবচাইতে ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানের কালো শরীর,
কাস্ত্রোর কপালে দিয়ে গেছে অমিত চুম্বন, দালাইমামা এখনো এ রোদের বৃত্তে
দাঁড়িয়ে আছেন; বিমুগ্ধ কণ্ঠে পাঠ করছেন মানবতার মুক্তির সনদ। ভূপালের বেঁচে
যাওয়া মেয়েটি তার রাসায়নিক নিঃশ্বাসে বহন করছে এ রৌদ্রের বারতা। হিরোশিমা
নাগাসাকিতে যারা বাস করেন, তারাও এ সকালে বেড়িয়ে এসেছেন, যেনো এমন
একটি সকালই প্রত্যাশিত ছিলো তাদের কাছে। অথবা প্যালেস্টানের সেই নারী-
যে তার ইহুদী প্রেমিকের জন্য রচনা করছে একটি গান
ইসরাইলের মর্টার হামলার মাঝেও,
আজ তাদেরও ছুঁয়েছে এ সকাল।
আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রাধিপতিগণ এ সকালের গুণমুগ্ধ।
কিউবা, ভেনিজুয়েলা, লাতিন আমেরিকাতে এ সকালের নাম বিপ্লব।
ফরাসিরা এ সকালে খুঁজেছে পিকাসো, রেনোঁয়া আর ভ্যান গগ্কে,
এরা একে শিল্পের সকাল বলেছে।
পাশ্চাত্যের নারীরা এ আলোতে সমুদ্রস্নান করতে যাচ্ছে,
বিবস্ত্র অসুন্দর হয়ে পড়ে আছে সমুদ্র সৈকতে।
ধর্মানুরাগীরা এ সকালকে পবিত্র বলে উপাসনা করছেন,
শিক্ষানুরাগীরা এ সকালকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শিক্ষা সকাল ঘোষণার দাবি জানিয়েছেন।
অর্থনীতিবিদগণ এ সকালে অর্থনৈতিক মন্দা মুক্তির ইশারা খুঁজে পেয়েছেন।
চলচ্চিত্র পরিচালকেরা এ সকালেই নিজেদের শ্রেষ্ঠ চলচ্চিত্রটির শ্যুটিং করতে ভিড় জমিয়েছেন।
কট্টরপন্থী দেশগুলো এ সকালেই স্যাকুলার হবার জন্য সংবিধানে পরিবর্তন এনেছে।
এমনকি আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমগুলোতেও এ সকাল নিয়ে
একজন ‘সকাল বিশেষজ্ঞের’ বিবৃতির সরাসরি সম্প্রচার চলছে।
কেবল বাঙালি হিসেবে আমিই এ সকাল নিয়ে গর্বিত হতে পারিনি।
গর্বিত হতে হলে, হৃদয়ে আর চেতনায় লালন করতে হয়
গর্ববোধ করার মতো বিষয়টিকে।
আমার চেতনা জুড়ে মুক্তিযুদ্ধ।
আমার হৃদয় জুড়ে তুমি।
বলো তো আর কোথায় আমি এ সকালকে ধারণ করবো?
আমার মুক্তিযুদ্ধের আলোর কাছে এ রোদের আলো কি তুচ্ছ নয়?
তোমার ভালোবাসার মাহাত্ম্যের কাছে এ সকালের গৌরব কি ম্লান নয়?
অতঃপর সমগ্র বিশ্বজুড়ে
একা আমি,
এক বাঙালিই রয়ে গেছি অহঙ্কারী, তীব্র অহঙ্কারী।
চেতনায় মুক্তিযুদ্ধ আর হৃদয়ে তোমাকে নিয়ে
ছায়াপথিক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




