১৯৭১-এর ১৬ ই ডিসেম্বর বাঙালীর ইতিহাসে একটি চির অম্লান বিজয়ের দিন।
এই দিনের অনুভুতি আমার মাঝে একটি মিশ্র অনুভুতির সৃষ্টি করে। একদিকে লক্ষ প্রান হারিয়ে ফেলার তিব্র যন্ত্রনা। বিপরীতে ৫৬ হাজার বর্গমাইলের ভুমি , আকাশ ,বাতাস প্রতিটি প্রানের মুক্তি। আহ্ পৃথিবী’তে এমন কোন ভাষা নেই যার মাধ্যমে প্রকাশ ঘটাতে পারি এই আনন্দ বেদনার অনুভুতি। আমার মনে হয় সৃষ্টকর্তাই পারেন সকলকে এই অনুভুতির প্রকৃত অনুভবের স্বাদ দিতে।
একটি মানচিত্র, একটি ভাষা, একটি পতাকা , একটি জাতিয় সংগীত কত শত সহস্র প্রাপ্তি ! বুক ভরে মুক্ত স্বাধীন দেশে নিঃশ্বাস নেওয়া , আহ্ ! বিনিময় মুল্য,৩০ লক্ষ তাজা প্রানের এক সাগর রক্ত। ২ লক্ষ মা , বোনের সম্ভ্রম । কোটি , কোটি মানুষের ত্যাগ তিতিক্ষা । আহত হওয়া অজস্র বীরদের ত্যাগের বিনিময়ে পাওয়া ! আমার সোনার বাংলা , আমি তোমাকে ভালোবাসি।
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই পবিত্র মাতৃভুমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম । বিনম্র শুভেচ্ছা । আমরা তোমাদের ভুলবোনা আমাদের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২২