
আমি হতবাক আমি স্তম্ভিত ‼️ আমি রাজবাড়ীর ঘটনায় স্তব্ধ হয়ে গেছি! আমার বিশ্বাস হোচ্ছেনা বাংলার মানুষ এমন নজির বিহীন ঘৃণ্য কাজ করছে! নিশ্চই আমাদের কোথাও না কোথাও ভুল হোচ্ছে।এরা কোনো ক্রমেই বাঙালি নয়। দিনের পর দিন নিজেদের অপরাধ অতিক্রম করছে এই সরকারী আনুকূল্যে থাকা নিকৃষ্ট মব বাহিনী। পরিকল্পনা করে ঘোষণা দিয়ে নরকে পরিনতি করছে। আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ।
সুদী মহাজন এরপরেও বলছে সভ্য সমাজের সভ্য মানুষই প্রতিহত করবে। সুদী মহাজনের সভ্য সমাজে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিহত করতে গিয়ে । আমাকে নিজের জীবন বিলিয়ে দিতে হবে । তার আনুকূল্যে থাকা মব সন্ত্রাসীদের হাতে । তারপর আমাকে সমাহিত করা হবে কবরে। তার পর সভ্য সমাজের অংশীদাররা আমার কবর থেকে লাশ বের করবে। সেই লাশ নিয়ে আনন্দ উল্লাসে উদ্দাম নৃত্য করবে।তারপরে পেট্রোল ঢেলে লাশ আগুনে পোড়াবে।সেই লাশের ভস্মীভূত ছাই হারগোর’কে সভ্য সমাজ গড়তে হবে। অর্থাৎ আমাকে লাশ হয়ে প্রত্যাখ্যান করতে এই মব সংস্কৃতি ‼️ বাহ্ বাহ্ আমিরুল মোমেনিন ইউনুস সাহেব।
এখানে আমাকে আবার তার তল্পি বাহকরা এসে বলবে ডক্টর সাহেব কি এগুলো করতে বলেছে! উনিই একমাত্র ব্যক্তি যিনি নিজেই তার নিজের সালতানাতের উজির নাজির নিয়োগ দিয়েছেন। কাজেই বিগত তেরো মাসের সকল দায় অবশ্যই তার।
রাজবাড়ীর ঘটনা দেখে মনে হয় নাৎসির সময়ে অথবা বর্তমান ইসরাইলে অবস্থান করছি আমরা।এরপরে হয়তো আরো বিভৎস কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। কারন বর্তমান অপশাসন একের পর এক রেকর্ড করে যাচ্ছে।এরপর হয়তো কবর থেকে কোনো মৃতদেহ বের করে তাকে ধর্ষণ করবে।জানিনা অনাগত দিন গুলোতে আরো কত পৈশাচিকতা দেখতে হবে।
আমর চাওয়া শুধু একটাই। ভবিষ্যতে স্বাধীনতার পক্ষের শক্তি যেনো প্রতিটি ঘটনার সঠিক বিচার করে। ৪০ বছর পর যদি যুদ্ধাপরাধের বিচার হয় । বঙ্গবন্ধু হত্যার বিচার হোতে পারে । তাহলে বর্তমান দখলদার বাহিনীর সঠিক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



