হ্যা, ব্লগের রাজনীতিবিদদের বলছি, কিমুন আছেন? কিমুন আছেন আমাদের হাসিানা, খালেদা আপারা। আপনাদের এজন্য জিগাই, কারণ তাদের জন্য আপনাদের এত এত এত এত এত এত এত এত কান্নাকাটি। তাই তাহারা কিমুন আছেন, সে খবরটা তাগোরে না জিগাইয়া আপনাগোরো জিগাই আর কি?
আরএকটি কথা তাগো লাইগ্যা আপনারা এ ব্লগটিরে একবারে দেশের মত খারাপ কইরা ফালাইছেন। আপনাগো যন্ত্রণায় একটু ভালো কিছু জানুম, ভালো কিছু দেখুম , তা আর হইতাছে না।
আপনারা কেউ আ'লীগের দালাল, কেউ বিএনপির দালাল, কেউ জামাতীগো দালাল। অথচ আপনাগো নেতারা কেউ কিন্তু আপনাগো দালাল না, তারা কিন্তু আমেরিকা, ইন্ডিয়া বা রাশিয়ার দালাল। অথচ হুদাই তাহাদের লাইগ্যা আমাগো এই সুন্দর ব্লগটারে ডাস্টবিনের মত (ডাস্টবিনের দিকে তো একটু তাকানো যায়, কিন্তু ব্লগের দিকে তাকাইতে বিরক্ত লাগে) কইরা ফালাইছেন।
কেউ ইহাকে (ব্লগ সাইট) ডাস্টবিন, কেউ সিটি কর্পোরেশনে ম্যানহোল (ঢাকনা বিহীন), কেউ ইহাকে পার্টির অফিস বানাইছেন। কেউ কেউ ইহাকে নোংরা কথার কারখানা বানাইয়া ফালাইয়াছেন।
তাই যদি ইহার পরিবেশ ভালো দেখতে চান তবে, একটু ভালো। এই ভালো হওয়ার জন্য পয়সা লাগবো না। যদি ইহা বন্ধ না করতে পারেন। তবে আমি কিন্তু চেষ্টা করলে আপনাগো সকলকে ব্যান করমু।
অতএব সাবধান, ভালো হয়ে যান, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন।
[গাঢ়]জয় হোক ব্লগের রাজনীতিবিদদের।[/গাঢ়]
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



