কি মামুরা, কি ফললতো গাধার কথা। নির্বাচনে আ'লীগ আসবো, কইছিলাম না। গাধার কথাও ফলে। গতকাল (23.12.2006) জঙ্গিবাদী (তথাকথিত) শায়খুল আজিজুলের দলের সাথে আ'লীগের সমঝোতা চুক্তি হইল। কি সুন্দর সমঝোতার রাজনীতি! স্বৈরাচার, জঙ্গীবাদ ও মুক্তিযোদ্ধাদের একসাথে মিলেমিশে কি সুন্দর সমঝোতার রাজনীতি। ভাবতে ভালোই লাগে! জামাতের সাথে এইতো কিছুদিন পূর্বেও আ'লীগ রাজনীতি করেছে কিন্তু এখন ঐ জামাতের সাথে সংলাপে বসা পাপ কিন্তু এখন কি হইল, পাপ হই নাই মামা, পুন্য বুঝলা মামুরা, পুন্য হইছে। জামাতের গেলে রাম রাম রাম কিন্তু শায়খুলগো নিলে সাম সাম সাম। এই আর কি? পাশাপাশি নিল স্বৈরাচার এরশাদ ও রাজাকার বাহাউদ্দিন (ইনকিলাব)। খুবই ভালো লাগছে যে, রাজাকার+স্বৈরাচার+জঙ্গীবাদীগো বিএনপি নিলে তুলকালাম কান্ড কিন্তু আ'লীগ নিলে কুনো দোষ নাই। খুবই সুন্দর সমঝোতা ও সমঝোতার রাজনীতি। কিছুদিন আগেও শায়খুল আজিজ ও মুফতী শহিদুল, রাজাকার মান্নানের বিরুদ্ধে আ'লীগের কি বিষদগার। আর এখন। তাই কইছিলাম [গাঢ়]আ'লীগের মত উদার হোন। খামাখা ব্লগের মধ্যে মারামারি বা ভেদাভেদ দুর করুন।[/গাঢ়] আজকের (24.12.2006) [গাঢ়]প্রথম আলো পত্রিকার [/গাঢ়]একটি নিউজ একটু পইরা দেইখেন মামুরা। এক্কেবারে প্রথম পাতার ডানপাশে আছে দেইখ্যা লইয়েন। তারপরও আমি এইখানে কোট করলাম: [গাঢ়] ''খেলাফত মজলিসের সঙ্গে পাঁচ দফা চুক্তি -আ'লীগ ক্ষমতায় গেলে আলেমদের ফতোয়ার অধিকার দেবে"[/গাঢ়] এই শিরোনামে। আরো কিছু খবর এ শিরোনামেরই খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের এই চুক্তি বাস্তবায়িত হলে প্রকারান্তরে ব্লাসফেমি (সৃষ্টিকর্তার অবমাননা) আইনই হবে। কারণ, চুক্তির পঞ্চম ধারা অনুযায়ী, নবী-রাসুল ও সাহাবা একরামের সমালোচনা ও কুতসা রটনা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন দীর্ঘদিন ধরেই এ ধরনের আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদী জাতীয় সংসদে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আইন প্রণয়নের দাবি জানান। সে সময় আওয়ামী লীগ ও অন্যান্য দল সে দাবি প্রত্যাখ্যান করে। আহমদিয়াবিরোধী উগ্র সংগঠন খতমে নবুওয়ত আন্দোলনও দীর্ঘদিন ধরেই এই আইন প্রণয়নের দাবিতে নানা জঙ্গি কর্মসূচি পালন করে আসছে।"। আমার কাছে কোন সমস্যা মনে হয় নাই কিন্তু মজা পেলাম যে দাবী জামাত জানালো সে দাবী শায়খুলরাও করল। জামাত করার কারণে অন্যায় কিন্তু শায়খুল করলে দোষ নাই। আবার তাদের সাথে সমঝোতা চুক্তি সই। তাইলে আ'লীগ ও বিএনপির মধ্যে কোন পার্থক্য রইল কি? তাই হুদাহুদি আমরা ব্লগের মধ্যে ভেদাভেদ ও হানাহানি করি। তাই চলুন আসুন এসব বন্ধ কইরা সবাই একসাথে রাজনীতিবিদ ব্লগাররা শ্লোগান তুলুন : [গাঢ়]রাজাকার+স্বৈরাচার+জঙ্গীবাদ+মুক্তিযোদ্ধা ভাই ভাই এক কাতারে দেশটারে মিলে মিশে খাই ও বিলাইয়া দেই (বিদেশীগো হাতে)[/গাঢ়]
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



