স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, “সাগর-রুনি হত্যার তদন্তের অগ্রগতি আপনারা (সাংবাদিকরা) দেখতে পাবেন না।”
বুধবার বিকেলে ডিএমপির ৪৪তম থানা ভাটারা থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দুই মাস পার হয়েছে। তদন্তের অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, “তদন্তের অগ্রগতি আপনাদের কি ভাবে জানাবো, জানানোর কি আছে? এটা জানানোর বিষয় না, কতটুকু অগ্রগতি হয়েছে তা বলা যাবে না। তদন্তের বিষয়টা বলা যায় না।” তবে এ ব্যপারে অগ্রগতি হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।
ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও আইজিপি হাসান মাহমুদ খন্দকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ বলেন, “দু-একটি অপরাধের ঘটনা ঘটতেই পারে। এটা স্বাভাবিক ঘটনা। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে।”
বিএনপি-জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীর কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য তাদের বিচারের জন্য সোচ্চার হোন। এ ব্যপারে সোচ্চার হলে আপনাদের রাজনীতি ওপেন করে দেয়া হবে।”
সৌদি প্রতিনীধি দলকে তথ্য দিতে পারেনি পুলিশ। আইজিপি হাসান মাহমুদ খন্দকারের কাছে সৌদি কূটনৈতিক হত্যার বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। আমরা তাদের আশানুরূপ তদন্ত করছি।”
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




