
পহেলা বৈশাখ পরবর্তী সময়ে সামুর সার্ভার বন্ধ ছিল। ফেসবুকে এ নিয়ে শংকা প্রকাশ করেছিলেন কেউ কেউ। ব্লগ'কে কী ভূতে নাগাল পাইছে নাকি?
এর মধ্যে ছাগল শ্রেণির উৎপাত বৃদ্ধি পেল চক্রবৃদ্ধি হারে এবং সময়মতই এরা আসে। যখন মডারেশন থেকে কেউ থাকে না, ঠিক তখনই এইসব ছাগল কার্যসিদ্ধি করতে নেমে পড়ে।
যাইহোক, আমি সামু'র বেশ কিছু সমস্যা দেখেছি এবং আমার পক্ষ থেকে কিছু পরামর্শও দিচ্ছি। এটা আমি ইমেইল করলেও পারতাম কিন্তু পোস্ট করছি যাতে, সাধারণ ব্লগারদের মতামত পাওয়া যায়।

✍ পোস্ট করার সময় মন্তব্য সেটিংস এ "রিভিউ হবে" রেডিও অপশন চয়ন করলে আর কোন মন্তব্য করা যায় না। (প্রোগ্রাম)
✍ লেখার সময় কিবোর্ডে অনেক সময় বাংলা লেখার জায়গায় ইংরেজি অক্ষর চলে আসে। যদি কোনকিছু কপি পেস্ট করে আবার সরানো হয় কেবল তখনই আবার ঠিক হয়। (জাভাস্ক্রিপ্ট)
✍ স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। (প্রোগ্রাম)
✍ পোস্ট পর্যবেক্ষণ বলে যে অপশনটা আছে, সেটা কাজ করে না যদি ডেস্কটপ ভার্সন থেকে এটা চেষ্টা করা হয়। (প্রোগ্রাম)
✍ পেজ লোড থেকে শুরু করে মন্তব্য লোড কিংবা প্রোফাইল লোড হতে আগের চেয়ে অনেক বেশি সময় ব্যয় হয়। এটা খুবই বিরক্তিকর। (সার্ভার)
✍ ছবি আপলোড করতে গিয়ে অনেকেই নির্দিষ্ট সংখ্যক ছবির চেয়ে বেশি আপাইতে পারেন না। (প্রোগ্রাম)
✍ ছবি আপলোডের সর্টকোড নিয়ে সমস্যা আছে। এটা পোস্টের একেবারে নিচে আসে যা কপি পেস্ট করে জায়গামত নিতে হয়। (জাভাস্ক্রিপ্ট)
✍ ছবি আপাইলে অনেক সময় লেখা ডুপ্লিকেট হয়ে দুইবার বসে পড়ে। এটাও বিরক্তিকর। (জাভাস্ক্রিপ্ট)
✍ ছবির মান কমে যায়, সাইজ ছোট হয়ে যায়। (প্রোগ্রাম)
✥ আরো কিছুঃ-
✍ ক্যাটগরি ফিচার অপশনটি পুনর্বহাল করা উচিত। কোন ব্লগার ১০০০+ লেখা পোস্ট করলে সেখানে পাঠকের জন্য উনার লেখা খুঁজতে চরম সমস্যা হয়।
✨ বিষয়ভিত্তিক ব্লগ অপশন নিয়ে কি বলবো বুঝতে পারছি না। তবে এটাও যদি মডারেশন সিলেক্ট করে দেন তাহলে তো সমস্যা। আমি মনে করি বিষয়ভিত্তিক ব্লগ স্বয়ংক্রিয়ভাবে আসুক ব্লগারদের নিজস্ব পোস্ট সিলেকশন থেকে। এজন্য পোস্টের নিচের দিকে বিষয় নির্বাচনের সুবিধা রাখতে হবে। সবচেয়ে বড় কথা বর্তমানে ব্লগে বিষয়ভিত্তিক যেটা যেটা আছে সেইসব বিষয়গুলো নিয়ে(ছবিতে ডানে লাল দাগাংকিত) দ্বিতীয়বার ভাবার দরকার। চিন্তাভাবনা করা উচিত এগুলো কতটা সময়পযোগী ও ব্লগারদের/পাঠকদের জন্য দরকারি।

✥ নয়া নিক সমস্যাঃ
ব্লগ কর্তৃপক্ষ একটা কাজ ঠিকই করেছিলেন। নতুন যেকোন নিককে মন্তব্য সুবিধা দিয়ে। কিন্তু এটার কূফল সাধারণ ব্লগারদের চরম পর্যায়ের বিরক্তি এনে দিয়েছে। এটা নিয়েও একটা সল্যুশন আমি চিন্তা করেছি।
✍ নতুন নিক মন্তব্য করতে পারবে ১ দিনে ১০ টি সর্বোচ্চ।
✍ সেফ হলে এই সীমাবদ্ধতা উঠিয়ে নিতে পারবে।
✍ নতুন নিক'র আইপি নজরদারিতে রাখতে হবে। একই আইপি থেকে যদি কেবল একই ব্যক্তি নতুন নতুন নিক ব্যবহার করে তাহলে তার আইপি সহ সুলেমানি ব্যান জারি করতে হবে।
✍ একই ব্যক্তি এক ঘন্টার মধ্যে ২টি পোস্ট ১ম পাতায় দিতে পারবে না। পোস্ট প্রকাশ করতে গেলেই তাকে থামিয়ে দিতে হবে।
যাইহোক, আপাতত এইগুলোর সূরাহা হয়ে যাক, তাহলে আরো কিছু পরামর্শ/অসুবিধা/সমস্যা আছে যেগুলো ধরিয়ে দেয়া হবে। আপনি যদি এই পোস্ট পড়ে থাকেন তাহলে আপনার মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



