somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের প্রথম দিকে খেলা কিছু গেম : একটি স্মৃতিচারণমূলক পোষ্ট !!! 8-| 8-| 8-| 8-|

১৪ ই জুন, ২০১২ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টে যে গেমগুলো নিয়ে লেখা হয়েছে সেই গেমগুলো বেশ পুরোনো। তবে এখনোও এই গেমগুলোর বেশির ভাগই তাদের পুরোনো আবেদন ধরে রাখতে কোন ভাবেই ব্যার্থ না। আমার খেলা এমন কিছু পুরোনো গেম নিয়েই আজকের পোস্ট। এই গেমগুলো খেলার সময়কাল প্রায় ৮-১০ বছর আগের। যেহেতু প্রায় পুরো পোস্টই স্মৃতি থেকে লেখা সুতরাং যেকোন ধরনের সংশোধন বা বিশদ ব্যাখ্যা সাদরে গ্রহণযোগ্য।

এনএফএস ২ : আমার খেলা ১ম কম্পিউটার গেম। এবং এনএফএস সিরিজের খেলা একমাত্র গেম যেটা পুরোপুরি খেলা হয়েছে। এই গেমটা এখনও মাঝে মাঝে খেলি। বেশি পছন্দের ক্যাটাগরি ছিল নকআউট, আর পছন্দের গাড়ি ছিল জাগুয়ার (ফালতু গাড়ি)।



রোড র‍্যাশ : এই গেম খেলতে গিয়ে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে আসত। গেমের ক্যারেক্টারগুলিও দেখতে সেইরকম !!! পুলিশ বা আরেকজন রেসার কে কিক করা বা চেইন দিয়ে হিট করার মাঝে যে কি আনন্দ তা একমাত্র যারা খেলেছেন তারাই বুঝবেন।



কমান্ডোজ : আমার খেলা অন্যতম পছন্দের গেম। ২য় বিশ্বযুদ্ধের পটভূমির উপর তৈরী করা গেমটি বেশ পুরাতন হলেও মাথা খাটানোর অনেক সুযোগ আছে। আর একটা কথা বলতে চাই- যারা চিটকোড দিয়ে এই গেম খেলেছেন তারা গেমের কোন মজাই পান নাই নিশ্চিত থাকতে পারেন। এ পর্যন্ত ৫ পর্ব রিলিজ হওয়া এই গেমটির ১ম দিকের পর্বগুলি রিয়াল টাইম ধরনের হলেও শেষ পর্বটি একেবারেই পরিবর্তন করে রিয়াল টাইম ও ফাস্ট পার্সন শুটার এর একটা কম্বিনেশনের মত করে ফেলা হয়। যেটা কারনে গেমটির জনপ্রিয়তা বেশ খানিকটা কমে যায়।



এইজ অফ এম্পায়ার ২ : ১ম ভার্সনের আগেই এই ভার্সনটা খেলেছিলাম। এবং সত্যি বলতে এখনও মাঝে মাঝেই খেলি। এই গেমের ক্যাম্পেইনগুলি চেংগিস খান, সালাদিন ইত্যাদি সব ইতিহাস বিখ্যাত সমরনায়কদের অভিযান দিয়ে সাজানো হয়েছে। এর আরেকটি এক্সপানশন "দা কনকোয়ারারস" এর ক্যাম্পেইনগুলিও মজার। শুরুতেই আছে অ্যাজটেক আর মায়াদের নিয়ে একটা ক্যাম্পেইন যেটা আমার সব থেকে প্রিয়। অন্যান্য ক্যাটাগরির মধ্যে স্ট্যান্ডার্ড গেম, ডেথ ম্যাচ ইত্যাদি উল্লেখযোগ্য।



জার : এই গেমের নাম মনে হয় অনেকেই শোনেন নাই। তবে গেমটা আমার কাছে বেশ ভাল লেগেছে। আমি এটার ডেমো ভার্সনটা পেয়েছিলাম। এই গেমে মাত্র ৩টা নেশন- ইউরোপিয়ান, এশিয়ান এবং অ্যারাবিয়ান। সবচয়ে বড় কথা হল এই গেমে ওয়ারক্রাফটের মত হিরো'র ব্যবস্থা আছে। সময়ের তুলনায় গ্রাফিক্সও বেশ সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এককথায় অসাধারণ।



ভার্চুয়া কপ ২ : পিসি আছে অথচ এই গেম খেলেন নাই এমন মানুষ যে পাওয়া যাবে না এই ব্যাপারে আমি মোটামুটি কনফার্ম। এইটা এমন একটা গেম যেটা সাধারণত পিসি কিনলে ফ্রি দিয়ে দেয়া হয়। খুব মজার একটা গেম। বসে বসে মাউসে ক্লিক করতে জানলেই খেলা যায়।



হাউস অফ ডেড : উপরে উল্লেখিত গেমের সাথে পার্থক্য শুধু একটাই- এটায় পোড়ো বাড়ির মধ্যে জোম্বি মারতে হয়।

লারা ক্রিকেট : এই গেম খেলার থেকে বেশি মজা লাগত প্লেয়ারদের ফেস আর মুভমেন্ট দেখতে। তবে খেলা আধুনিক কালের ক্রিকেট থেকে একটু কঠিন বলেই মনে হয়েছিল। একা একা খেলার থেকে ডাবল প্লেয়ারে খেলার এক্সপেরিয়েন্স অনেক মজার।



ফিফা : ফিফা নিয়ে কি আর বলবো, সেই একই ফুটবল খেলা। তবে ২-৩ বছর পর পর সব কিছু আমূল বদলে যায়। আমার খেলা ভার্সন গুলো হল ৯৮, ২০০০, ২০০২,২০০৪, ২০০৬, ২০০৮-২০১২।


ডেলটাফোর্স ২ : আমার খেলা ১ম ফার্স্ট পার্সন শুটার। এনিমিদের এআই মারাত্মক ধরনের বেশি ;););) । তার থেকেও বড় কথা সেই সময়ই ম্যাপের যে সাইজ এবং অ্যাক্সেস ছিল তা এখনকার অনেক গেমেই নাই। অন্ত:ত এইদিক দিয়ে তারা স্বার্থক। B-)B-)

মেডাল অফ অনার অ্যালাইড অ্যাসাল্ট : ২য় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরী করা ইএ গেমসের এই গেমটা আমার খেলা শুটার গেমগুলোর মধ্যে অন্যতম ফেবারিট। কিছু কিছু স্টেজ খেলার এক্সপেরিয়েন্স তো রীতিমত চরম, এমন কিছু স্টেজ আছে যেটা শেষ না করে ওঠা বেশ কষ্টকর হয়ে যেত। প্রিয় মিশন "দা ডে অফ টাইগার" (স্নাইপারস লাস্ট ল্যান্ড, দা হান্ট ফর কিং টাইগার, দা ব্রিজ)। এর মধ্যে ১মটা আর ৩য়টা রীতিমত অসাধারণ।



হান্ট ফর দা রেড ব্যারন : পুরাই পান্খা একটা ফ্লাইং গেম। B-)B-)B-)



এফ-২২-র‌্যাপটর : আম্রিকান ফাইটার জেট এর ডগফাইট নিয়ে এই গেম।



এইগুলো ছাড়াও আরোও খেলা হয়েছে ডুম, কোয়াক, পিটফল, হারকিউলিস, লাওন কিং সহ আরও বেশ কিছু গেম। ২য় পর্বে আরও কিছু গেম নিয়ে হাজির হব। আনটিল দেন- গুডবাই !!!


*** খেলার সময়কাল- ২০০০-২০০৫
*** সব গেমগুলো খেলা হয়েছে যে কম্পিউটারে তার কনফিগারেশন-
প্রসেসর- ইন্টেল পেন্টিয়াম ৩ ৫৫০ মেগাহার্জ
র‌্যাম-১২৮ মেগাবাইট
গ্রাফিক্স কার্ড- ১৬ মেগাবাইট এনভিডিয়া রিভা টিএনটি ২
হার্ডডিস্ক-২০ জিবি
সাউন্ড কার্ড- ক্রিয়েটিভ সাউন্ড ব্লাসটার লাইভ ভ্যালু
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪২
৩৯টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

হামাস বিজয় উৎসব শুরু করেছে, ইসরায়েল বলছে, "না"

লিখেছেন সোনাগাজী, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:০৮



গতকাল অবধি হামাস যুদ্ধবিরতী মেনে নেয়নি; আজ সকালে রাফাতে কয়েকটা বোমা পড়েছে ও মানুষ উত্তর পশ্চিম দিকে পালাচ্ছে। আজকে , জেরুসালেম সময় সন্ধ্যা ৮:০০টার দিকে হামাস ঘোষণা করেছে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

×