
বরষার জলে ভেসে কোন এক সন্ধ্যায়।
রাত্রি যবে আধার হয়ে ঘোরতর হবে,
একাকি রুপসি তুমি জানালা পাশে,
নিরবে দাঁড়িয়ে রবে।
শব্দ গুন গুন সময় তোমায় কইবে কত কথা,
একাকি চাঁদের আলোয় তুমি তখন ,
যেন এক বনলতা।
দীঘল কালো চুল তোমার খুলে যাবে একাকি,
তখন তুমি রুপসী কন্যা রুপবতী মায়াবী।
রূপের আলোয় ভরে যাবে তোমার চারিপাশ,
দেখবেনা তবু তোমার সমূখে আমার সর্বনাশ।
খোলা চুলে এলো চুল উড়বে উথাল বাতাসে,
আমার তখন ভীষন করে ইচ্ছে হবে,
যাই একটু কাছে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৫ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


