প্রিয় ব্লগার বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগে অশ্লীল পোস্ট দেখে ভালো লাগছিল না। কিন্তু হাতের কাছে মজার দু'টি ছড়া পেয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
[গাঢ়]:::: মজাদার ছড়া - ১ ::::::[/গাঢ়]
চৈতে চালিতা, বৈশাখে নালিতা,
জৈষ্ঠ্যে পান্তা, আষাঢ়ে কই,
শ্রাবণে দই।
ভাদ্রে তালের পিঠা,
আশ্বিনে শশা মিঠা
কার্তিকে ভালো ওল
অঘ্রাণে খলিসা মাছের ঝোল।
পৌষে পিঠা মজা
মাঘে মজা তেল
ফাল্গুনে গুড় আদা বেল।।
[ইটালিক]বাংলার কি সুন্দর চিত্র। কিন্তু কোথায় আমার এ অপরূপ বাংলা। আমি একে খুজে ফিরি। কিন্তু কোথায় খুজে পাই না।[/ইটালিক]
[গাঢ়]বি: দ্র. এ কবিতার লেখকের নাম জানি না। কেউ জানলে জানাবেন।[/গাঢ়]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



