[গাঢ়]-- বাংলার মজাদার ছড়া - ২ --[/গাঢ়]
মাঘেতে মকর পিঠা সর্ষতেলে সিম
ফাল্গুনে দ্বিগুণ মিঠা কার্তিকে নিম।।
চৈত্রে বেল মিঠা খেয়েছিল রাম
বৈশাখে শশা মিঠা শৈল মাছে আম।।
জৈষ্ঠ্যে পাকা আম, আষাঢ়ে কাঁঠাল
শ্রাবণে খাই-দই, ভাদ্রে পাকা তাল।।
আশ্বিনেতে নারিকেলে কার্তিকেতে ওল
অঘ্রাণে নতুন ভাতে চিংড়ি মাছের ঝোল।।
পৌষে মুলা-মুড়ি খেতে লাগে মিঠা
ঘন গরম দুধ আর বাসি পোড়া পিঠা।।
বার-মাসে তের পার্বণ আর বলব কী?
পান্তাভাতে বেগুন পোড়া গরম ভাতে ঘি।।
[ইটালিক]এই ছড়ারও কবির নাম জানি না। কারো জানা থাকলে জানাবেন।[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



