সত্যকে সত্য বলা যায় না , আবার মিথ্যাকে মিথ্যা বলা যায় না ,আজব এক দেশ! সোনার বাংলাদেশ!সরকারের শেষ মেয়াদে যেখানে ভাল ভাল কাজ করে ভোটের পরিবেশের দিকে হাঁটার কথা সেখানে সরকার সে দিকে না হেঁটে সরকার রমরমা সব গ্রেফতার বাণিজ্যে নেমেছে। বিরোধীদের গ্রেফতারের মহা উৎসব চলছে। এটা সরকারের শেষ মরণ কামড় বলে মনে করি। কেননা তারা ভাল করেই জানে যে সরকার এমন সব ভাল কাজ করেছে তা দিয়ে অন্তত ক্ষমতায় যেতে পারবেনা। তাই এই কয়দিনের মেয়াদেই “মরণ কামড়” দিয়ে যাচ্ছে। ক্ষমতার পর এ সরকারের পরিণতি যাইই হোকনা কেন তা তারা ভাল করেই জানে। আার তাই এই শেষ ক্ষমতা থাকতেই তাদের ইচ্ছা মাফিক যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সরকার জানে মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে দেশের অপামার জনগোষ্টি সরকারের উপর ক্ষিপ্ত হবে। নির্বাচনের ক্ষেত্রে এর পরিণতিও ভাল হবেনা!! এটা তাদের জন্য কোন ব্যাপরনা। এইতো সময়। মাহমুদুর রহমান সময়ের সাহসী সৈনিক। জালিম সরকারের বিরুদ্ধে অবিরত সংগ্রাম চালিয়ে যাওয়া এই মানুষটিকে গ্রেফতারের মাধ্যমে আওয়ামী সরকার তার নৈতিক পরাজয়কেই স্বীকার করে নিয়েছে। তাঁর এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমান অক্ষয় হয়ে থাকবেন। ইসলাম বিরোধী ষড়যন্ত্র, দূর্নীতি প্রতিরোধ, সাম্রাজ্যবাদের থাবা মুকাবেলায় মাহমুদুর রহমানের যোগ্য নেতৃত্বে আমার দেশ অনন্য ভূমিকা রেখে আসছে।
তল্পিবাহক অসংখ্য গণমাধ্যম সাথে নিয়েও যখন সরকার একটি পত্রিকার সাথে পেরে উঠেনি, তখনই তারা ফ্যাসিবাদী চিন্তার পরিচয় দিয়ে মাহমুদুর রহমানকে গ্রেফতার করলো। আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি কামনা করছি। সেই সালমান-মৌসুমীর গানের কলির মতই বলতে হয় “এখনতো সুসময়, গ্রেফতার করার.....”
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






