
আমার ভাগ্না আরো বড় ডিগ্রীর মালিক হতে পারত কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভাগ্নাকে আর স্কুলে রাখতে রাজি হয় নি।
একবার ভাগ্নার স্কুলে পর্যবেক্ষক এসেছিল।
স্কুলের সব মাস্টার সেদিন ভাগ্নাকে স্কুলে আসতে মানা করেছিল।
ভাগ্না বলেছিল,দেখুন স্যার আমি বিনা কারণে কামাই করব না। বিনা কারণে স্কুল কামাই করলে মা আমাকে পিটবে।
মাস্টাররা বলল ঠিক আছে,স্কুলে আসবি কিন্তু চুপ করে থাকবি।
ভাগ্না বলল, ঠিক আছে।
এইবার পর্যবেক্ষক এসে বিভিন্ন প্রশ্ন করতে লাগল,ভাগ্না সব তাতেই হাত তুলতে লাগল।
কিন্তু মাস্টারদের নির্দেশ মত অন্য ছেলে উঠে দাঁড়িয়ে উত্তর দিতে লাগল।
পর্যবেক্ষক এটা নোটিশ করল।
সে এইবার নির্দিষ্ট করে ভাগ্নাকে প্রশ্ন করল।
মাস্টাররা প্রমাদ গণল।
পর্যবেক্ষক ভাগনাকে বলল,নিউটনের তিনটে গতিসুত্র সম্পর্কে কি জান?
ভাগনা বলল,ওনার মাথায় আপেল পরেছিল এটা জানি।
পর্যবেক্ষক বলল,আপেল পরার পর উনি তিনটে সুত্র লেখেন সেই গুলো বল।
ভাগ্না বলল,সে গুলো উনি কাউকে বলে যান নি।
পর্যবেক্ষক বলল,বলে যাবেন কেন? উনি ওগুলো বইয়ে লিপিবদ্ধ করে গেছেন।
ভাগ্না বলল,দেখুন যে লোক নিজে ভুলে যাবে বলে বইয়ে লিখে রেখেছিলেন।
আমি সেটা পড়ে কি করে মনে রাখব?
পর্যবেক্ষক বলল,ঠিক আছে পৃথিবী, চন্দ্র,সূর্য কে কাকে প্রদক্ষিণ করছে?
ভাগনা বলল, স্যার অত দূরে কে কার পিছনে ঘুরছে বলতে পারব না।
তবে কাছাকাছি হেডস্যারের মেয়ে বুচকির পিছনে ক্লাস টেনের রাজু ঘুরছে, বুচকি আবার পাড়ার রোমিও নীলুর পিছনে ঘুরছে।
আচ্ছা বলুন তো সামান্য এর জন্য ভাগনাকে স্কুল কর্তৃপক্ষ পরবর্তীতে উচ্চ ডিগ্রীর থেকে বঞ্চিত করল!!!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



