দারোয়ান সরকার গত হওয়ার পরে ভাবছিলাম দ্যাশে বুঝি শান্তি আসবো। শান্তির মায় বুঝি এইবার "শান্তি-ওম শান্তি" জপতে-আছে -
"কিন্তু হায়, মরিবার চায়
কাক-বাদুড় একই সাথে।
ম্যাংগো-পিপলের মন, অনেক ওজন
আংগাইতে বাধ সাধে।"
এত পেচালের দরকার কি ছিলো? যাহা পারিবেন, তাহা বলিবেন। অযথাই ম্যাংগো পিপলদের "ভারী মনে" নতুন আশার বোঝা চাপিয়ে দেয়ার দায় কাধে নিলেন কেন?
"হেন করেং গা, ত্যান করেং গা,
রেজাকারগো বিচার করেং গা।
শুনেন মশায় তবে তাহা বলি,
ইহা কলিকাল, মুখে শুধুই বুলি।"
আপনাগো প্রোবলেমটা কই? চুপসাইয়া গেলেন ক্যান?! নতুন প্রজন্ম কিন্তু এই ইত্যস্ততার জন্য আপনাদেরকে গাইল পারা শুরু কইরা দিছে
"আমি যুবক, তুমি যুবা
নই কোনো বুদ্ধু, মাথামোটা হাবা।
খাব-দাব-হারিয়ে যাবো (ঢিজুষ!!)
যা করার করবে নেতারা।"
চলিবে...
----------------------------------------------------
[দাদা ডিকশনারী ফর নাতি-নাতনিস]
আংগাইতে =তুলতে
ক্যাকটিফাই=খুচাখুচি করা, গুতা দেয়া, মনে করিয়ে দেয়া (ক্যাকটাসের কাটা সহযোগে)
কেওজ ফ্রী=সাদাসিদা, সেফ এন্ড সাউন্ড
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




