১লা নভেম্বর, সকাল ০৭:০০টার নিউজে এটিএন বাংলার নিয়ম অনুযায়ী খবর পাঠিকা সালাম প্রদর্শনপুর্বক খবর পড়া শুরু করেছেন। শুনতে শুরু করলাম। কিন্তু আটকাইয়া গেলাম! আমি কি ভুল শুনতেছি নাকি??!! উনি বললেন, আসতালামুআলাইকুম!!!!!???? ইহার মানে কি??!! উনার উচ্চারনরীতি অনুসরন করতে আরম্ভ করলাম। নাহ! চলতি ভাষায়তো বলছেন, সবইতো ঠিক লাগতেছে??!! তাহলে আসতালামুআলাইকুম!!!!!????
খবর পাঠিকা, আপনাকে বলতেছি, যদি উচ্চারনে সমস্যা থাকে তবে প্র্যাকটিস করুন। যদি বলতে বাধে তবে শুভ সকাল-বিকাল-রাত্রি বলুন। বিকৃত করে কোনো কিছু বললে শ্রোতা মনে অসন্তোষ সৃষ্টি হয়।
যেমন, মনে করি, আপনার নামে 'মিস তনিমা দাস'। এখন আমি যদি আপনাকে ডাকি 'মিস তনিমা ডাশ', তবে নিশ্চই মনে ব্যাথা পাবেন। আর আমার উচিত হবে আমার উচ্চারনরীতি পরিবর্তন করে আপনাকে শুদ্ধ নামে ডাকা, আর নয়তো নেহায়েত 'মিস তনিমা' বলা।
এটিএন বাংলা একটি জনপ্রিয় মাধ্যম, আমার নাতি-নাতনীরা এর খবরাখবর শুনে, আর অহেতুক কোনো বিতর্ক সৃষ্টি করে এমন বিষয়ে তারা লিখুক তা কাম্য নয়। আর এটিএন বাংলা কি চোখ বন্ধ করে সব কিছু চালায় নাকি!!?? নাকি ম্যাডামের শুটিংয়ের জন্য সব কিছু সম্পাদক-ম্যানেজারেরা ম্যানেজ করতে পারে নাই
আমার নাতি-নাতনীরা কি বলে?
[দাদা ডিকশনারী ফর নাতি-নাতনিস]
ক্যাকটিফাই=খুচাখুচি করা, গুতা দেয়া, মনে করিয়ে দেয়া (ক্যাকটাসের কাটা সহযোগে)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




