সু-শা না কইরা তোমাগো ১ দিনের পকেট খরচের টাকাগুলান নিয়া একটা গ্রামে গেলে সবার কর্মসংস্থান হইবো, আমি গ্রান্টি দিয়া কইতে পারি। ২টাকা চান্দা তুলতে যাইয়াই শীশা গিলো! আধা নাংগু বান্ধবীর কুলে শুইয়া শীত্কার পারো! এইডা দামাল পোলা-মাইয়াগো জাতে পড়ে না।
বাপের পয়সায় শীশা খাইবা, শেরাব খাইবা, কার বাপের কি? তয় গরীবরে লইয়া তামাশা কইরো না! গরীব দেখ নাই, গরীবের গায়ে অনেক বয় (গন্ধ) কয়
গরীবের ঘোড়া রোগের মতো ধনীর পান্তা রোগও হয়। তোমাগো কুইনাইন খাওয়া দিলে কাপন দিয়া জ্বর ছুইট্টা যাইবো - জাইগ্গা উঠবা এইডা জানি। কিন্তু এই কুইনাইন ও নাই, মতি ডাক্তার ও নাই। দেশে এই দুইটা জিনিসের দুইটা বড়ই অভাব!
তুমগো জাগো-জাগো শ্লোগানে একটা কথা মনে পইড়া গেল - বাবার চেয়ে বাবা প্রিয়।
-----------------------
বাবা = পিতা
বাবা = ইয়াব্বা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




