
আমি গ্রামের স্কুলে পড়তাম, কিন্তু জানতাম যে, পোর্টের চেয়ারম্যান এক্স-মিলিটারী অফিসার, পাকিস্তানী। আদমজী জুটমিলের মালিক উর্দুভাষী, বাড়বকুন্ডের মকবুল জুটমিলের মালিকও পাকিস্তানী।
কলেজে পড়তে শহরে গেলাম, আমাদের সেকশনে ১৬ জন উর্দুভাষী, তাদের মাঝে ২টি মেয়ে বোম্বাইওয়ালাদের, ছেলেগুলো পাকিস্তানী ও বিহারীদের; মেয়ে ২টি বাংলা বলার চেষ্টা করতো; ছেলেগুলো বাংগালীদের পছন্দ করতো না, ওরা নিজেদের মাঝে চলতো। চিটাগং পোর্ট ও রেলওয়ে বিহারী ও পাকীদের দখলে, বাংগালীরা কেরানী ও শ্রমিক। বাংগালীরা ওদের তোয়াজ করে, উর্দুতে কথা বলে। উর্দুভাষীরাই বস।
তাই দরকার ছিলো স্বাধীনতা। জিয়া ও এরশাদের বসেরা ছিলো পাকিস্তানী; জিয়া ১৯৬৫ সালে পাকি ক্যা: হিসেবে যুদ্ধ করেছে; স্বাধীনতা যুদ্ধ করার পরও সে ভারত ও শেখ বিরোধী ছিলো। পাকিস্তান সেই সুযোগ ব্যবহার করে জিয়ার দ্বারা শেখকে হত্যা করে, আমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দিলো।
এবার জিয়া নেই, জিয়ার কাজটা ইউনুস করলো; আমরা পাকিদের কন্ট্রোলে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



