
মুসলিম এলাকায় ৪ জন জ্ঞানী মানুষ জন্ম নিয়েছিলেন, তাঁদের মাঝে কামাল পাশা ছিলেন অদম্য সামরিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তিনি রাজতন্ত্রের যুগের মানুষ, যিনি বিশ্বের সবচেয়ে বড় রাজতন্ত্রে জেনারেলের চাকুরী করে, ১ম বিশ্ব যুদ্ধে পরাজিত হয়েছিলেন; এরপর, তিনি পরাজিত তুর্কীদের জন্য একটি স্বাধীন শক্তিশালী প্রজাতন্ত্র গঠন করেছিলেন ।
আমরাও পরাজিত: আমরা পরাজিত হয়েছি পাকিস্তান, আমেরিকা, আমাদের সেনাবাহিনী, ইউনুস ও জামাত শিবির ও মোল্লাদের কাছে। ইহা থেকে বের হওয়ার জন্য আমাদের দরকার কিছু মানুষের, যারা কামালকে শ্রদ্ধা করেন। বাংগালী জিনে কামাল পাশা নেই, কিন্তু কামালের জীবনকে বুঝতে পারলে, আমরা আমেরিকা, পাকিস্তান, সেনাবাহিনী, ইউনুস, জামাত-শিবিরের জল্লাদদের ও মোল্লাদের থামাতে পারবো।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



