
জুনের কিছুই ভালো লাগছে না; "৩৬শে জুলাই'র" স্বাধীনতা, বিপ্লব কিছুই ভালো লাগছে না? ১৯৭১ সালে, চিটাগং'এর মেয়েরা রাজাকরের ভয়ে রাতে ঘুমাতো না; সেই রাজাকারদের ছেলেপেলেরা "বিপ্লব" করেছে; জুন বিপ্লবের সাপোর্টার!!
নীচে যেই ষ্টেইটমেন্টটা (৩য় প্যারা ) দেখছেন, ইহা আমাদের ব্লগার জুনের-করা মন্তব্য। আমি চট্টগ্রামের মানুষ, কিশোরী বয়সে জুন সীতাকুন্ডে ছিলেন; তিনি যখন সীতাকুন্ডে ছিলেন, ঠিক সেই সময়ে ( বয়সের অনুমানে ) সীতাকুন্ডের রাস্তাঘাট ও পাহাড়ে আমার পুর্ণ বিচারণ ছিলো। জুন কোন কারণে ক্রিমিনাল টাইপের ব্লগারদের ( জটিল ভাই, আফলাতুন হায়দার, জুল ভার্ন , সাড়ে চুয়াত্তর, ভুয়া ) সাথে খুবই মাখামাখি করে আসছেন সব সময়। যাক, সেটা উনার ব্যাপার; কিন্তু সীতাকুন্ড ছিলেন বলেই আমি উনাকে এখনো পছন্দ করি।
জুলের লেখা সব সময় পড়ি, "কমেন্ট ব্যানে" না'থাকলে উনার পোষ্টে কেমন্ট করি; আমার ধারণা, কোন বিষয়ে উনার "পিএইচডি ডিগ্রি" নেই; ফলে, ১ জন বাংগালী পিএইচডি যখন ধর্মীয়বানী, আয়াত, শ্লোক পড়ার ফজিলত নিয়ে ব্লগে লিখেন উনার "কাগু" কেন রেগে যান, উহা উনার বোধগম্য হওয়ার কথা নয়।
জুন বলেছেন: আমি অনেক ব্যাক্তিকেই দেখি কি অবলীলায় একজন আর একজনকে অপদস্ত করছে, হেয় করছে। লেখা ভালো না লাগলে না পড়লেই হয়। এখানে কোন কালীদাস, রবীন্দ্র, নজরুলরা লিখতে আসে না। আমাদের মত গার্বেজরাই এখানে অধিকাংশ লেখক। সুতরাং গার্বেজ লেখকদের গার্বেজ লেখা পড়ে গার্বেজ বলাটা কোন বুদ্ধিমত্তার পরিচয় না। আর উনার বোঝা উচিত এত বছরেও সে আমাদের সামু ব্লগের গাধাগুলো ( গার্বেজ লেখক) পিটায় গরু বানাতে পারে নাই। তার তো এখন ক্ষ্যান্ত দেয়া উচিত
উহা যে কেন ডাস্টবিনে পরে আছে বছরের পর বছর এটাই আমি বুঝতে পারছি না আলী ভাই
আপনার লেখাটি অসাধারণ হয়েছে কিন্ত কাজে লাগ্লে হয়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



