
আমার 'সোনাগাজী' নিকটি ব্যান হওয়ার পর, গত ১৪ মাস পেছনের পাতা থেকে ব্লগিং করছি। এখনকার নিক হচ্ছে, 'একাত্তরের জেনারেশন'; ইহা ৩ মাস টিকেছে" লেখা সামনের পাতায় যায় না, আমি কমেন্ট ব্যানে আছি; গত ৩ দিন থেকে পোষ্ট আলোচিত ব্লগে যাচ্ছে!
যাঁরা আমার পোষ্ট পড়েন, তাঁরা আমাকে 'চাঁদগাজী/সোনাগাজি' নিকে চিনতেন; অনেক পুরাতন ব্লগার আমাকে খুঁজে পান না; আমি প্রতিনিয়ত নতুন নতুন নিকে আসছি; ফলে, তাঁরা আমাকে খুঁঝে পান। তবে, পুরাতন ও পরিচিত ব্লগারেরা আজকাল ব্লগে আসছেন না। ২/১ জন পুরাতন ব্লগার এখন অনেকটা নিয়মিত হয়েছেন; তবে, এদের পোষ্ট মোটামুটি গার্বেজ, আগেও ছিলো গার্বেজ, এখনো গার্বেজ।
গত ১৪ মাসে ১৮টির মতো নিক ব্যবহার করেছি; বেশীরভাগই ব্যান করা হয়েছে; ২/৩টা আছে কোন কিছুই করা যায় না: নতুন পোষ্টও লেখা যায় না। অবশ্য এখন আমি গতকাল কি লিখেছি সেটাও আর পড়ে দেখি না।
সম্প্রতি, কয়েকজন পরিচিত ব্লগার নতুন নিকে আমাকে গালি দিতে বা কটু কথা বলতে চেষ্টা করছেন; কিন্তু ঠিক সব সময়ের মতো, অসফল হয়ে মনোকষ্ট পাচ্ছেন।
আমার সাথে খারাপ আচরণ করে কেহ সুবিধা করতে পারার কথা নয়; ইহা মোটামুটি জানা কথা। দু:খের বিষয় হলো, শতকরা ৮০/৮৫ জন শিক্ষিত বাংগালীর আচরণে ও শিক্ষায় মহা সমস্যা আছে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



