
জামাত-শিবির জাতির জন্য ভীতিকর; কারণ, এরা বড় বড় গণ হত্যার সাথে জড়িত, এরা জংগী, পাকী ও জংগী-সংস্কৃতির ধারক।
বার বার আমেরিকান ক্যু'তে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান; ভারত উহা থেকে নিজকে রক্ষা করে বিশ্বের ৪র্থ অর্থনীতিতে পরিণত হয়েছে।
জিয়ার ক্যু'তে আমেরিকা জাসদ'কে ব্যবহার করেছিলো মাঠ দখলে রাখতে; সময় মতো জিয়া ইডিয়ট কর্ণেল তাহেরকে ফাঁসী দিয়েছে। এরশাদের ক্যু'টা হয়েছিলো ক্যান্য়নমেন্টের ভেতরে, জিয়া গ্রুপ থেকে ক্ষমতা নিয়েছে এরশাদ গ্রুপ। ২০২৪ সালের ক্যু'এর উদ্যোক্তা হচ্ছে একক ১ ব্যক্তি, ইউনুস, তাকে সাহায্য করেছে পাকিস্তান; মাঠ দখলে আমেরিকা এবার ব্যবহার করেছে জামাত-শিবিরের জল্লাদদের।
আমেরিকা সাধারণত যেসব দেশে ক্যু করায় ও যাদেরকে মাঠে রাখে, তাদেরকে নিজেরাই পরিস্কার করে; কিন্তু এবারের বাংলাদেশের ক্যু'টা হয়েছে খারাপ সময়ে; বাইডেনের দুষ্ট ডিপ্লোমেটেরা তাদের গার্বেজ পরিস্কার করার সময় পায়নি , তার আগেই ট্রামপ এসে গেছে; ফলাফল, জামাত-শিবির দেশ দখলে নিয়েছে।
জামাতের সব আমীদের ফাঁসীর অর্ডার হয়েছিলো; ভবিষ্যতেও হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



