
সেরা শাড়ী জামদানী, সেরা মুসলিম মামদানী?
খেয়াল করেছেন, ট্রাম্প নিজের অফিসে বসে বসে কথা বলছে, মামদানীকে চেয়ার বসতে বলেনি ট্রাম্প।
ট্রাম্প বিশ্বাস করে না, সাদা ব্যতিত অন্য কেহ আমেরিকার বড় পোষ্টগুলোতে কাজ করার যোগ্য। নিউইয়র্ক শহরের মেয়র আমেরিকার ১টি গুরুত্বপুর্ণ পদ, ইহাতে মামদানী নির্বচিত হওয়ায় সে ভয়ানকভাবে বিরক্ত; সেটা সে প্রকাশ করেছে ভোটের আগে ও পরে। গতকাল সাংবাদিকদের সামনে ট্রাম্প তার নিজের ট্রাম্প কার্ড খেলেছে, সে জিতেছে! মামদানীকে খুশী দেখা গেছে, দর্শকেরা খুশী, ট্রাম্প প্রেসিডেন্টের মতো আচরণ করেছে।
তবে, ২ জনের মাঝে একান্ত মিটিং হয়েছে, সেখানে ট্রাম্প মামদানীকে নিশ্চয় মনে করায়ে দিয়েছে যে, সে প্রেসিডেন্ট ট্রাম্প, মেয়র কোনভাবে তার কথার বাহিরে যেতে পারবে না। মামদানী নিজেও বুঝতে পারছে যে, সে ভোটের আগে যা যা বলেছে তার বড় অংশ আমেরিকান ক্যাপিটেলিজমের পরিপন্হি, সেগুলো করা সম্ভব হবে না।
সাংবাদিকদের সামনে ট্রাম্প আজকাল খুবই উদার; জিলেনস্কির সাথে যা যা করেছিলো, উহাতে ট্রাম্পের পাগলামী প্রকাশ পেয়েছে; এবং আজকাল সিএনএন'কে ফেইক নিউজ বলছে না। ট্রাম্প অনেকগুলো কাজ করেছে যা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে গত ২/৩ মাসে অনেক ভদ্র হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



