
ইউনুসের এনজিও থেকে ৮৫ লাখ পরিবার ঋণ নিয়েছিলো; ৭৮ থেকে ৮০ লাখ পরিবার ঋণের জালে আটকা পড়েছে। কি পরিমাণ মানুষ আত্নহত্যা করেছে, ভিটাবাড়ী বিক্রয় করে সর্বশান্ত হয়েছে, কি পরিমাণ মানুষ এখনো পালিয়ে বেড়াচ্ছে?
ইউনুস যে বিশ্বের সেরা প্রতারক এতে আমার কোন সন্দেহ নেই! সে বাংগালী জাতির দারিদ্রতা নিয়ে কান্না করার মতো একটা যায়গা পেয়েছিলো, সেটা হিলারী ক্লিনটনের পরিবার। হিলারী ক্লিনটন নিজ পরিবারের এনজিও নিয়ে আমেরিকানদের সামনে মিথ্যা বলায়, জরীপে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্ট সামনে থেকেও ভোটে পরাজিত হয়েছিল; আমেরিকানরা ঠিক সময়ে তাকে বুঝায়ে দিয়েছে যে, মিথ্যা বলে সে বেশীদুর যেতে পারবে না।
আমাদের জাতি ভেতো বাংগালী; অনেক বাংগালী আমেরিকা আজীবন বাস করেও উত্তর বংগের বাংগালী, মফিজ মিয়াই থেকে যায়; দেশের মানুষ আধুনিক সভ্যতা থেকে অনেক দুরে আছে। ফলে, আমাদের প্রতারক ইউনুস মিয়া বাংগালীর জন্য কেঁদে নিজে বিলিওনিয়ার হয়েছে সহজেই, কোনভাবে বেগ পেতে হয়নি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



