
আপনি কখনো কি শুনেছেন যে, পাকিস্তানী আমলে বাংলা-ভারত সীমান্তে চোরাকারবারী হতো? শুনেননি? যারা শুনেনি, তারা প্রশ্নফাঁস।
বাংলাদেশের জন্মের পর থেকে চোরাকারবারী বেড়েছে, নাকি কমেছে? আপনাদের এলাকার কেহ, আপনার পরিবারের কেহ ইহাতে যুক্ত আছে? ব্লগার অপু অনেক চোরাকারবারীকে চেনার কথা।
ফেনী থেকে মিরসবাই অবধি এলাকার ২০ ভাগ মানুষ বিবিধভাবে, বিবিধ সময়ে চোরাকারবারীর সাথে যুক্ত ছিলো ও আছে, এরা অন্যদের থেকে বেশী টাকা পয়সার মালিক।
শেখ সাহেবের ভাই শেখ নাসিরও নাকি চোরাকারী করতো; শেখ সেটা থামায়েছিলো। চোরাকারবারীতে ২ দেশের সীমান্ত প্রহরীরা যুক্ত আছে? তারা বড় অংকের টাকা আয় করে আসছে?
এই বড় অংকের টাকা নিয়ে সীমান্তের জোয়ান ও বেংগল রেজিমেন্টের ডেপুটেশানে থাকা অফিসারদের মাঝে সম্পর্ক কি রকম ভালো?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



