
আমাদের নারী কবি ১ জনই আছেন, সবার আদরের কবি; উনাকে ইসলামিক কবিও বলা চলে, উনি কবিতায় ছবি সংযুক্ত করেন হিজাবী নারীদের, যাদের চেহারা থাকে নুরানী, বেহেশতের হুরদের মতো।
উনার আজকের কবিতার শিরোনামে একটি অলংকার যোগ করেছেন, "তোমাদের এত জ্বলে কেন"! ইহা কবিতাকে শক্তিশালী করেছে, স্বর্গীয় ভাব দিয়েছে।
এই অংলকার কি কবিতায় যুক্ত হওয়ার কথা, নাকি বস্তিতে বসবাস করার কথা? বস্তির জীবন ভয়ংকর কষ্টকর; সেখানে মানুষের পক্ষে মানসন্মান নিয়ে বাস করা কঠিন। বস্তীতে নারীদের জীবনটা, আরো কঠিন, জীবনের স্বপ্ন ভাংগার জীবিত করুণ উদাহরণ; ফলে, বস্তীর নারীরা বেশ কর্কশ হতে পারেন, অসুন্দর ঝগড়ায় লিপ্ত হতে পারেন, তখন "জ্বলার" মতো বিশেষণ ব্যবহৃত হয়ে থাকে; সামুও কি নারী কবির বস্তি?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



