অনেক দিন ধরে সামুকে দেখে আসছি। কত লোকের কত পোষ্ট এখানে স্থান পাচ্ছে। কত জনে একমত হচ্ছে আবার কতকজনে দ্বিমত পোষণ করে বিভিন্ন কারণে।
দেখলাম, অনেক সামান্য বিষয় মাঝে মাঝে অসাধারণ হয়ে দেখা দেয় ব্লগারদের কাছে। আবার অনেক অনেক অসাধারণ বা দরকারী পোষ্টও গালিগালাজ খায় সম্পূর্ণ বিনা কারণে। (প্রমান দিতে পারব না। কারণ যেগুলোর কথা বলছি সেগুলো সংরক্ষণে রাখতে পারিনি।) আস্তিকতা, নাস্তিকতা, যুক্তিবাদী, অযুক্তিবাদী, মৌলবাদ, কৌতুক, বেদনা, হাসি-কান্না, মানুষের সহমর্মিতা, আনন্দ, কবিতা, প্রবন্ধ, দেশপ্রেম, জানা-অজানা অনেক বিষয় নিয়ে ব্লগাররা দিন রাত পোষ্ট করে যাচ্ছেন যেগুলো আসলেই উল্লেখ করার মত।
অবশেষে আজকে রেজিস্ট্রেশন করলাম সব ব্লগারদের সাথে এক সারিতে দাড়াতে। সামু বলেছে ৭দিন পর আমাকে গেট পাশ দিবে। অপেক্ষায় থাকলাম............
এতদিন ব্লগে ঘুরে একটা জিনিস আবিস্কার করেছি। এখানে নানা জনের নানা মত থাকলেও একটা ব্যাপারে সবার মাঝে দারুন একটা মিল আছে। সেটা হচ্ছে সামুর প্রতি ভালবাসা। ব্লগারদের প্রতি ভালবাসা। (ব্যাঙ্গার্থক হলেও ঘটনা সত্যি)
বিরোধী ব্লগারকে যেমন ধোলাই দিতে পারে আবার মানুষের দুঃখে কাঁদতেও দেখেছি এই সামুর ব্লগারদের।
পরিশেষে সকল ব্লগারদের আশির্বাদ করি - তোমরা বলগারের মত ব্লগার হও। (মানুষের মত মানুষ হও-এর ব্লগীয় সংস্করণ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




