শেষ দেখার পর আবার যেদিন তুমি অতিক্রম করবে আমায়
কসমেটিক সুন্দরীদের ভিড়ে তোমায় চিনে নেব ঠিক
মনে পড়ে যাবে সব কৈশোরে প্রেমের কথা
ঘামে ভেজা শার্ট সেদিনের সাক্ষী
ক্লাস ফাঁকি দিয়ে প্রথম করেছিলাম দেখা।
শহুরে দুরন্তপনা হয়ে ছুটে চলে যাওয়া রিক্সা
দেখে অবাক রোদে পাখিরা থাকবে ক্লান্ত
অনন্ত নিরবতায় দুই আঙুল
তোমাতে আর আমাতে
মাঝামাঝি দূরত্ব ।
অদম্য স্পৃহায় প্রাণমন আড়ষ্ট রেখে
ঘন অন্ধকারে বিরক্ত চুপচাপ নগরীর দিকে
স্বাভাবিক ভাবেই তাকিয়ে আমি জানতাম,
ক্ষানিকটা থেমেই তুমি শুরু করবে কাঁদা,
তারপর আবার নিরবতায় ছেয়ে যাবে পুরো নগরী
তারপর আবার অপেক্ষা...
তোমার দেহের সুবাসে
ঘন ঘন নিঃশ্বাসে
ঢেউ উঠা ঠোঁটে সমুদ্রদের খেলা
মেঘের আকাল ছাড়িয়ে তোমার ভেজা আঁচল সাক্ষী দিবে
চারিদিকে তখনো যে শ্রাবণীয় স্তব্ধতা ....
কিছু স্মৃতি অবেলার
কিছু রাগ কতক কান্নার
নিঃশব্দে হবে মাটি
ব্যক্ত হবে আমার মাঝে তোমার ফিরে আসবার কারণ
শ্মশান হবে চিন্তারাজি।
ঝড় হবে জলের,বিস্ময়ের
আর বায়বীয় ধূলার
জল ছড়াবে
ভাঙ্গবে অভিমানের পাহাড়
জনাকীর্ণ নিস্তব্ধতায় আলোকিত অন্ধকারে
হলে দেখা তোমার আমার
শেষ দেখার পর আবার ...
( কবিতাটির শিরোনামের সাথে ব্লগে আমার বর্তমান প্রেক্ষাপটের ভীষণ মিল রয়েছে, মিলটা যদিও কাকতালীয়। প্রায় মাস দুয়েক পর ব্লগে পোস্ট দিলাম , নিয়মিত হবার ইচ্ছা আছে ... )
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৯