![]()
চারিদিকে এত আনন্দ,রুপোলি আলো,নীলাভ সন্ধ্যা
আজ এই অষ্টমীর দিনে কেউ বলল না "এসো" ......পূজো দেখতে যাব
বলেনি দেবী রুপে সেজেছি,সিদুর মেখেছি সিথিতে
অথচ কত কাল, কত দিন,কত সন্ধ্যে প্রত্যাশায় ছিলাম
আজ বুঝি প্রত্যাশা উপেক্ষায় রুপান্তরিত হবে
আসলে জীবনে কেউ বলে না "এসো"
"এসো" টা মনেই থাকে,কারো না কারো জন্য তোলা থাকে।
প্রত্যাসিত সময় এলো,"এসো" শোনা হল না
দাবীটা কি খুব বেশী ছিল অগোছালো মেয়ে? আর জানা হল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


