
ফেসবুকে রাজনৈতিক পেইজ আমি ফলো করি না খুব একটা। তবে আমার লিস্টের অনেকেই ফলো করে। ফলে আমার হোমপেইজে মাঝে মাঝেই নানান রকম পোস্ট এসে হাজির হোয়। সেই রকম একটা পোস্ট গতদিন এসে হাজির হয়েছিল। আমি হয়তো পোস্টটা না পড়েই ক্রল করে চলে যেতাম কিন্তু প্রথম লাইনটা পড়েই মনে হল এই পোস্ট পড়তেই হবে। আওয়ামীলীগ তার অফিশিয়াল পেইজে পোস্ট দিয়ে বলতেছে, সব দলের অংশগ্রহন ছাড়া নির্বাচন অবৈধ! আমার মনে হল আমি ভুল দেখলাম! পেইজটা কি হ্যাক হল? আবার একবার ভাবেন! আওয়ামীলীগ বলতেছে সব দলের অংশগ্রহন ছাড়া নির্বাচন অবৈধ!
তারপর আবার তারা বলতেছে -- ভোটের নামের প্রহসন চলবে না!
মানে আগে চলতো। ২০১৪, ২০১৮, ২০২৪এর এসব চলতো তবে এখন এই ২০২৬ আর চলবে না!
কিন্তু পর যে লাইনটা আসল। আমি সেটার দিকে তাকিয়ে রইলাম আরো কিছু সময়। পাতানো নির্বাচন আর নয়! মানে তারা বলতে চাইছে যে আমরা যে পাতানো নির্বাচন করেছি, তা করেছি কিন্তু এসব আর হতে দেব না। এই বলে দিলাম !
তারপর সে কী কাব্যিক লাইন! ভোটকে অর্থহীন করে, জনগনের রায়কে বন্দী করে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা...!
শব্দ চয়নটা একবার দেখুন! ভোটকে অর্থহীন করে, জনগনের রায়কে বন্দী করে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা !
তারপরের লাইন তো আরেক মহাকাব্য! রাষ্ট্রযন্ত্রকে দলীয় হাতিয়ার পরিণত ...।
তারপর এই দেশ কারো একক সম্পত্তি নয়! ওয়াও!!
আমি জানি না এই পোস্ট কে লিখেছে! এই পোস্টে যতগুলো পাঞ্চ লাইন রয়েছে তা এক রাজনৈতিক মহা কাব্য আমি নিশ্চিত পোস্টদাতা পোস্ট লেখার সময়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর ভোটের ভিডিও ফুটেজ দেখে ও সেই সময়ে খবরাখবর দেখে তারপর এই পোস্টটা লিখেছে!! আওয়ামী শাসনামলের ভোটকে এই একটা মাত্র পোস্টে যতটা চমৎকার ভাবে পোট্রেট করা হয়েছে তা সম্ভবত আর কোন পোস্টে করা হয় নি। করা সম্ভবও না।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



