আমি তোমাকে ভালোবেসে ছিলাম-
সুভাসিত গন্ধে,
অবিশ্রান্ত রাতের
ধূপ-ধুনায় !
স্বপ্নের মিলাদ মাহফিল ;
প্রার্থনার নংগড় খানায়।
আমি তোমাকে ভালোবেসে ছিলাম-
হিজল পৃর্ণিমায়
অলৌকিক অমাবশ্যা, কাল সন্ধায়।
উল্কা মহড়ায়,
সুখ ময় তারায় তারায়।
আমি তোমাকে ভালোবেসে ছিলাম-
শিশির কনায় ধৃষর কুয়াশার
কিরণ রেনুর স্বর্ণালী রোসনাই
প্রভাতি পৃঁজার চক চকে কাসার থালায়।
আমি তোমাকে ভালোবেসে ছিলাম-
সুর্ষ্যচীত চিতায়
গোধৃলী বেলায়
দুপুর ময়
তৃষার্ত পিঁপাসায়।
আমি তামাকে ভালোবেসে ছিলাম -
আপাদ মস্তক
কমলা কোয়ায়
গোলাপ পাঁপড়ি
সবুজ ঘাস নরম গালিচায়
মাতাল করা মাদকতায়।
আমি তোমাকে ভালোবেসে ছিলাম-
যখন ঘৃর্ণা করতাম
তখন ও তোমাকে ভালোবাসতাম।।।।।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




