আমি এক চন্দ্র বন্দনায়
স্বতি সুদ্ধ প্রেয়সী।
অবুঝ শিশুর মত হামাগুড়ি দিয়ে হেঁটে যায়-
তোমার প্রেমার্ত হ্রদয়ের পিতৃভূমে।
নাগরীকত্বহীন উদবাস্ত এক
বেওয়ারিশ প্রেম,বস্তিতে বাঁধে ঘর।
যন্ত্রনার কংকাল রা জুয়া খেলে,
স্মৃতি গুলো ট্রেনের হুইসেল হয়ে কাঁদে....
ডাস্টবিনে পঁচে স্বপ্নীল বাসর।
মধ্য রাত্রীর ব্যবধানে
খসে পড়ে সুখলক্ষির আঁচল ছেড়া উল্কা পতন
কুয়াশার মগডাল থেকে ঝরে নির্মিক শিশির
আমার তেল চটচটে বিছানায়
শুয়ে আছে অশরীরি চাঁদের শিতল শব
জোছনার নিবীলিত শরীর
উত্তাপহীন তারার
ছোপ ছোপ আলো-ছায়া।
অস্হির বাতাসের চুলা চুলিতে
জলের দোলনায় দোলে -পূরণিমার রুপবতি চাঁদ
প্রেমার্ত বুকের অরুপ পুকুরে।
বাতায়ন খোলা বেসুতি রাতে
আতকে উঠি দ্বীপ জ্বেলে,
বোল ফোটা শিশুর মত অইপষ্ট কথা গুলো
ঠোটের পরে উপুড় হয়ে গড়িয়ে পড়ে অব্যক্ত ভাষায
একাকিত্বের কালসাপ জেগে আছে
নিলাম্বর চোখে আকাশ চন্দ্রমায়......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




