আসুন, চমৎকার কিছু ছবি দেখি ।
বেড়াতে গিয়ে চোখতো ফেরাতে পারবেনই না সেই সাথে ছবি তোলার সাধ্টাও জেগে উঠবে মনে যাদের দেখে ,তাদের কিছু ছবি দিলাম পোস্ট এ ।
নিচের ছবি গুলোতে খ্যাতনামা কিছু মানুষের সংগে তোলা আমাদের ছবি ।
মজার ব্যাপার হলো এই খ্যাতনামা মানুষগুলো আসল মানুষ নয় ।আর ছবিগুলো যে এডিট করে করা হয়েছে তাও নয় ।ওগুলো তাদের আদলে তৈরী আর তা মোম দিয়ে । মিউজিয়ামে টুরিস্ট দের দেখবার জন্য, আনন্দ দেবার জন্য রাখা হয়েছে ওগুলো । যে কেউ ওখানে বেড়াতে গেলে পাশে গিয়ে দাঁড়াতে পারবেন ,ছুঁয়ে দেখতেও পারবেন আর ছবিও তুলতে পারবেন ।আরও অনেক অনেক মহান ব্যাক্তিদের সাথে দেখা হবে আপনার ওখানে গেলে । যদি কখনো কোন কাজে ওই দেশে যান তাহলে মিউজিয়ামে ঢুঁ মেরে আসবেন অব্শ্যই , দেখে ভালো লাগবে আপনার ।
বলুন তো এই জাদুঘরটি কোথায় আর তার নাম কি ?
ছবি গুলো কেমন লাগল জানাবেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




