কত দূর আর কত দূর বল মা
কত দূর আর কত দুর বলো মা,
কত দূর আর কত দুর বলো মা,
পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব,
মা-গ বল কবে শীতল হব,
কত দূর আর কত দুর বলো মা,
আধারের ভ্র-কোটিতে ভয় নাই,
মা-গ তোমার চরনে জানি পাব ঠাই,
আর আধারের ভ্র-কোটিতে ভয় নাই,
মা-গ তোমার চরনে জানি পাব ঠাই,
যদি এ পথ চলিতে কাটা বিধে পায়ে,
হাসি মুখে সে বেদনা সব (সইব),
কত দূর আর কত দুর বলো মা,
চিরদিনই মা-গ তব করুনায়,
ঘড় ছাড়া প্রেম দিশা খুজে পাই,
ঐ আকাশে যদি মা কভু উঠে ঝড়,
সে আঘাত বুকে পেতে লব,
কত দূর আর কত দুর বলো মা,
যতই দুখঃ তুমি দেবে দাও,
তবু জানি শেষে কোলে তুমি টেনে নাও।
মা-গ যতই দুখঃ তুমি দেবে দাও,
তবু জানি শেষে কোলে তুমি টেনে নাও।
মা-গ তুমি ছাড়া এ আধারে গতি নাই,
তোমায় কেমনে ভুলে রব,
কত দূর আর কত দুর বলো মা,
পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব,
মা-গ বল কবে শীতল হব,
কত দূর আর কত দুর বলো মা,
আিম িকনতু িলিখ নাই............
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




