আজ একজনের সাথে দেখা হলো।ছাত্রদল করত।যে ছেলে একদিন নেতার ক্ষমতায় মানুষকে মানুষ মনে করতোনা তার নির্মম পরিণতি বর্তমানে এতো ভয়ংক যে আমি আবারও নিশ্চিত হতে বাধ্য হই পতনের আগে মানুষ তীব্র ভাবে সীমালঙ্ঘন করে। ২০০৪ সাল তখন। আমি সবে কলেজে ভর্তি হয়েছি। বিম্পি-জামাতের জয়জয়কার। তাদের অহংকারে পা মাটিতে পড়েনি।চট্টগ্রামের প্রায় সব সরকারী কলেজ (সিটি কলেজ,কমার্স কলেজ ছাড়া), মেডিকেল, বিশ্ববিদ্যালয় তাদের দখলে ছিল। ক্যাম্পাসে এদের সবচেয়ে নোংরা এবং ঘৃণ্য দিক হচ্ছে তারা যারা শিবির বা দল করতোনা তাদের মানসিক অত্যাচার করতো। শিবিরের ক্ষমতায় ছাত্রদলের মেরুদণ্ডহীনরাও তুখোড় মেধাবী এন্টি বিম্পি জামাত ছাত্রছাত্রীদের দের উপর খবরদারি করতো। রগকাটা শিবির গুলো হলে বলৎকার করতো। যেসব ক্যাম্পাস এদের দখলে ছিল সেখানে ছেলে মেয়ে একসাথে একস্থানে আড্ডা/কথা/গল্প করতে পারতোনা।কেউ একটু বিদ্রোহ করলে দল শিবির মিলে হকিস্টিক, রড দিয়ে পিটাতো এক কথায় যারা বিম্পি জামাত করতোনা তাদের উপর অত্যাচার করত।
আল্লাহ সৃষ্টির উপর অত্যাচার সহ্য করেনা।লক্ষ লক্ষ সাধারণ ছাত্রছাত্রীর অভিশাপে জামাত শিবির ও বিম্পি অস্তিত্ব সংকটে। আল্লাহ ন্যায় বিচারক।
ইডেন কলেজ ছাত্রলীগকে বিম্পি জামাতের নির্মম পতনের ইতিহাস ভুলে গেলে চলবেনা।কাল ক্ষমতা না থাকলে কি হবে ভাবতে হবে। প্রকৃতি অন্যায় ক জুলুম সহ্য করেনা।ছাত্রীদের টাকা/পদ এর প্রলোভন দেখিয়ে বা জোর করে যারা যাদের কাছে পাঠিয়েছে তাদের তালিকা করতে হবে। এরা দলের ভাবমূর্তি নষ্ট করছে। এই মুহূর্ত থেকে ইডেন সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ করতে হবে। বুয়েটে যারা জামাত শিবির বিম্পি বা হেফাজতের ভেক ধরে আছে তাদের আইডেন্টিফাই করে বের করে দিতে হবে। পারলে সেটা করেন প্রিয় ছাত্রলীগ। সরকার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তা করছেন।ক্ষমতা ছাড়া আপনাদের দুই পয়সার মূল্য কেউ দিবে?
ক্ষমতা আছে বলে, বা পাওয়ার দেয়া হয়েছে বলে যা খুশি তা করা যাবেনা। যারা অন্যের ক্ষমতায় নাচে তাদের আমি পুরুষ বা নারী মনে করিনা। তাদের বুক পিঠ নেই।গার্ডস নেই। ক্ষমতা বেশিদিন থাকে না। আমার অনেক ছাত্রদল বন্ধু, বড় ভাই, ছোট ভাই, আত্নীয় আছে। আমি চট্টগ্রামের যে থানাই জন্ম গ্রহণ করছি সেখানে বি এন পি ৭৫% ভোট পেত।এখনো সুষ্ঠু নির্বাচন হলে বি এন পি চট্টগ্রাম এবং নোয়াখালীতে ৬০% ভোট পাবে। সৎ দেশ প্রেমিক বি এন পি নিয়ে আমার কোন কথা নেই। তারা কি রাজনীতি করবে তাদের ব্যক্তিগত ও নাগরিক অধিকার। তবে তাদের যারা জামাত কিন্তু বি এন পি ভেক ধরে তারা খুবই নোংরা। এদের ব্যক্তিত্ব ও নিজত্ব বলতে কিছুই নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




