
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অসুর ধ্বংস করার জন্য। আজ দানব সরকার আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। আজ উৎসবের দিনে আমাদের শপথ নিতে হবে, অসুরকে পরাজিত করে সত্য, সুন্দর, ন্যায় আর সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করব।’বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে এ দেশের মানুষ ও আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা কিছুটা বাস্তবায়ন করতে পেরেছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আজও সেই আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি।’ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ ভালো করেই জানে, বিএনপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।
মৌলবাদী ও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণকারী দের সাথে নিয়ে কি অসাম্প্রদায়িক রাজনীতি করা যায়? কথা আর কাজে মিল না থাকলে যতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটাও হারাবে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




