
ছবিতে তানজিয়া জামান মিথিলা।
ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ও বিশ্ব নন্দিত আসর 'প্যারিস ফ্যাশন উইক'। ঐতিহ্যবাহী প্যারিস ফ্যাশন উইকের এবারের আয়োজন বেশ জমকালো। করোনাকালীন পৃথিবীর অনেক জনপ্রিয় ফ্যাশন শো এর আয়োজন বাতিল করতে হয়েছিল। ২০২২ এর আসর যেমন ছিল জমজমাট তেমন পোশাকের ডিজাইনের ভিন্নতা। পৃথিবীর যে সব বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা রঙ নিয়ে খেলেন তারা অপেক্ষা করে থাকেন এই প্যারস ফ্যাশন উইকের জন্য। ফেব্রিক, নকশা, ম্যাটেরিয়াল ও কাটের ব্যবহার রীতিমতো দ্বিধায় ফেলে দেয় ফ্যাশন বোদ্ধাদের।পৃথিবীর বিখ্যাত সব মডেল, বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার আর ফ্যাশন বোদ্ধা ও ফ্যাশন সচেতনদের এই মিলনমেলা সত্যি অসাধারণ।
প্যারিস ফ্যাশন উইকে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ভারতের বিখ্যাত নায়িকা দীপিকাও ছিলেন। দীপিকার অনেকগুলো বিশেষত্বের মধ্যে একটা হলো ওকে যেকোন পোশাকে মানায়। গোটা দুনিয়ার বিখ্যাত ফ্যাশন ব্রান্ড লুই ভিতোঁর ব্রান্ড এম্বাসাডর হওয়া কতোটা সম্মানের বলার অপেক্ষা রাখেনা।
এইবার বাংলাদেশের একজন র্যাম্প ও ফ্যাশন মডেলও প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ আলোকিত করেন। ওর নাম তানজিয়া জামান মিথিলা। ওর ক্যাটওয়াক কতো অসাধারণ তা ওর র্যাম্পে হাঁটা যারা দেখেছে তারাই শুধু অনুধাবন করতে পারবেন। প্যারিসের বিখ্যাত ফ্যাশন ব্রান্ড পিয়েতু কতুরের ড্রেস প্রদর্শন করে মিথিলা।
দীপিকাদের মতো দুনিয়া কাঁপানো সেলিব্রিটিরা যেখানে হেটে সম্মানিত অনুভব করে সেখানে পৃথিবীর সেরা সেরা সেলিব্রিটি মডেলদের সাথে যখন বাংলাদেশেরও একজন থাকে তখন তা সত্যি বাংলাদেশকে গর্বিত করে।বাংলাদেশের নারীরা আসলে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শত প্রতিবন্ধকতা ওভারকাম করে জয়/সম্মান ছিনিয়ে আনা ঠেকানো নারী বিদ্বেষী কথিত হুজুরদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের মানচিত্র উড়ানোব যে জয়যাত্রা শুরু হয়েছে তা বিরামহীন ভাবে চলবে।একজন বোরখা পড়া মেয়েকে দেখলাম কাঁধে বক্স ঝুলিয়ে পান সিগারেট বিক্রি করছে। সবাই তার কাছ থেকে কিনছেও। দৈনিক লাভ ৪০০ টাকা।তার ভাস্য রক্ত চোষা গার্মেন্টস এ চাকরির চেয়ে এটা অনেক ভালো। নারী রিক্সা ওয়ালা, চাওয়ালা, ভ্যান ওয়ালা, ট্যাক্সি ওয়লা থেকে শুরু করে এভারেস্ট এর চূড়া কিংবা প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ সবখানে নারীবিদ্বেষী দের উচিত জবাব দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ইহা অতি পজিটিভ একটি দিক।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




