somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

১০০ তম পোস্টঃ সম্মানিত ব্লগারদের কিছু বলতে চাই।

০৯ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


***কোন মগজহীন রামছাগল এই পোস্ট অটো রিফ্রেশ দিচ্ছে ***

কি অসাধারণ দৃশ্য!! মা মেয়ে বোরখা পড়েছেন।কি সুন্দর দেখাচ্ছে! বোরখা পড়া অনেক নারীর সৌন্দর্য বোরখা না পড়া কোটি কোটি মেয়ের সৌন্দর্যকে হার মানায়। বোরখা বা হিজাব পড়ে কেউ কমফোর্ট ফীল করলে সেটা অবশ্যই স্টাইল।আমি দুবাইতে ছিলাম। বোরখা পড়া অনেক এরাবিয়ান নারী, বিশ্বের অনেক নাম করা মডেলের তুলনায় ৩ গুণ বেশি স্টালিস্ট ও সুন্দর। পোস্টের শুরুতে এই কথা বলার কারণ হলো শততম পোস্টের মাধ্যমে আমি জানাতে চাই কে বোরখা পরবে কে ওয়েস্টার্ন পরবে যার যার নিজস্ব রুচি। আমার সমস্যা তাদের ক্ষেত্রে যারা জোর করে কাউকে নির্দিষ্ট কোন পোশাক চাপিয়ে দিতে চায় তাদের সাথে।

ছোট ছোট বিষগুলোও সেলিব্রেট করতে বা স্মরণীয় করে রাখতে আমার ভালো লাগে। এটা হয়তো আমার ইমোশান বা চাইল্ডিস আচরণ।তাই কারো বিরক্তির কারণ হলে দুঃখিত।

পোস্টে যাওয়ার আগে ১০০ তম পোস্ট উপলক্ষে একটু খানাপিনা হোক আগেঃ



এর আগে আমি আমার ব্লগের ৫০ হাজার হিট সেলিব্রেশন পোস্টে ব্লগার শায়মা আপু ও সম্মানিত মডারেটর এর সাথে একটি বিষয় নিয়ে কথোপকথন করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। আমার আব্বুর চেয়েও দুই বছর বড় একজন সম্মানিত ও প্রবীণ ব্লগার আমাকে মতের অমিল বা রাজনৈতিক মতাদর্শের অমিলহেতু অযাচিত ব্যক্তি আক্রমণ করলে আমি মডারেটরকে এক মন্তব্যের মাধ্যমে জানাই এভাবে ক্রমাগত ব্যক্তি আক্রমণ করতে থাকলে আমি আইনের আশ্রয় নিব। এবং সেটা আমি নিতেই পারি। বাংলাদেশ এর নাগরিক হিসেবে সেটা আমার অধিকারও।সেই মন্তব্যের ১ টা লাইনের স্কিনশন নিয়ে পোস্ট দিয়ে আমায় পরোক্ষভাবে গালি দিয়ে পোস্ট দিয়েছেন অন্য একজন ব্লগার।মিথ্যাচার করছেন আমি মুক্তিযুদ্ধাকে অসম্মান করিছি।অথচ মুক্তি যোদ্ধার সাথে আমার সে মন্তব্যের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।কারো কপালে কি লেখা আছে কেউ মুক্তিযুদ্ধা? আর মুক্তি যোদ্ধা বলেই পুত্রের চেয়েও ছোট কাউকে গালি/ব্যক্তি আক্রমণ করা যাবে?

এই সব পুরনো লেম বিষয় আমি পোস্টে আনতামনা। আনছি কারণ ৮ মাসে সেদিনের মতো খারাপ আমার কখনো লাগেনি।ব্লগে ভবিষ্যতে এই ধরনের কোন বিড়ম্বনায় আমি পড়তে চাইনা। আমি এও চাইনা আমার মতো কাউকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করে সামুতে আর কখনো পোস্ট আসুক। গন্ডগোল বা ক্যাচাল হয়েছে একজনের সাথে অন্য একজন কেন পোস্ট দিয়ে গালাগালি করছে সেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আজও ঢুকেনি। আমি আসলে ব্লগিং করেছি ৭ মাস। এই বছর ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত ৮ মাসে ৯১ টা পোস্ট করেছি। একটি পোস্ট মডারেশন থেকে সরিয়ে দেয়া হয়েছিল। ৮৭ টি পোস্টই আলোচিত পাতায় গিয়েছে এবং এই পোস্ট গুলোর পোস্ট প্রতি গড় হিটঃ ৭০০ বার। গড় মন্তব্যঃ ২৭ টি। গত ২ মাস সামুর ব্লগার ও পাঠক ছিল আগের তুলনায় ১/৪ হয়ে গেসে। নাহলে গড় মন্তব্য ৪০ ছিল ২ মাস আগেও যখন আমি বর্ষপূর্তি পোস্ট দিছিলাম তখন।

অবশ্যই আমারও অনেক ভুল ছিল। কিন্তু জাদিদ ভাই, আহমেদ জী এস স্যার, শায়মা আপু ও মরুভূমির জলদশ্যু ভাই, রানার ব্লগ ভাই আমার বিভিন্ন পোস্টে বিষগুলো ইতিবাচক ভাবে সংশোধন করতে বললে আমি ভুলগুলো সংশোধন করেছি। মানুষ মাত্রই ভুল করে। ভুলের কারণে কাউকে পোস্ট বা মন্তব্যের মাধ্যমে গালি দেয়া হেয় করা কি ঠিক? কারও প্রতি আমার কোন অভিযোগ অনুযোগ নেই।শুধু চাই সে বিষয়গুলো সামুতে আর কখনো পুনরাবৃত্তি না ঘটুক।

যাই হোক, এটি আমার ১০০তম পোস্ট। একটু আগে আমার প্রিয় একজন ছেলে মেক আপ আর্টিস্ট ফেবুতে স্ট্যাটাস দিয়েছে - "ভাই মেক আপ আর্টিস্ট বলে, যে বোন পরিচয় দিতে লজ্জা পায়, তার সাথে আজ থেকে আমিও সম্পর্ক রাখবোনা"

লক্ষ্য করুন আমাদের দেশের মানুষের মানসিকতা।এক একজন মেক আপ আর্টিস্ট এক একজন শিল্পী। শিল্পের ছোঁয়ায় একটি সাধারণ ছেলে/মেয়েকেও অপরূপ/অপরূপা করে তুলতে পারেন এই মেকআপ যাদুকরেরা। ২০২২ সালে এসেও একজন মেক আপ আর্টিস্ট ছেলে হওয়ার অপরাধে পরিবার ও সমাজে লাঞ্চিত হচ্ছেন, হেয় হচ্ছন। সামু ব্লগের মতো প্ল্যাটফর্ম যেখানে জ্ঞান বিজ্ঞান,সাহিত্য, সভ্যতা ও প্রগতিশীলতার চর্চা হয় সেটিও এর ঊর্ধ্বে নয়। আমার প্রফেশন নিয়ে আমাকে কথা বানে জর্জরিত করা হয়েছে। নিচের ছবির মেক আপ দেখুন। সে আমার লাস্ট শো এর মেক আপ আর্টিস্ট ছিল। সবাই জানেন ফ্যাশন শোতে যেসব মডেল পারফর্ম করে তাদের মেক আপ করা কতো বড় চ্যালেঞ্জ। সাধারণ মেক আপ আর্টিস্ট দের পক্ষে এটা সম্ভব নয়।এত বড় প্রতিভা নিজের পরিবারের কাছে অবহেলিত!!


কেন এই হীনমন্যতা! আমার কিছু সহব্লগারগণ আমায় কটাক্ষ করাতে আমার যেখানে এতো খারাপ লেগেছে সেখানে নিজের বোন মেক আপ আর্টিস্ট হওয়ার কারণে যদি লজ্জিত তবে উক্ত মেক আপ শিল্পী কতোটা কষ্ট পায়!

আজ ঈদে মিলাদুন্নবী। এটি ইসলামে আছে নাকি নেই আমি জানিনা। জানার ইন্টারেস্টও নেই। তবে এই দিবসকে ঘিরে আখনি বিরিয়ানি রান্না হয়। মসজিদে মিলাদ হয়। সরকারি বন্ধ থাকে। পরিবারের সবাই মিলে বিরিয়ানি খাই। এটা আমার বেশ লাগে। পরিবারের সবাই এক হয়ে বিরিয়ানি খাওয়ার একটি উপলক্ষ অন্তত পাওয়া গেলো।



নিচের ছবিটি দেখুন।


শুক্র শনি রবিবার বন্ধ পাওয়ায়, - লাখো মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। করোনার ৩ বছর ব্যবসা করতে না পেরে পঙ্গু হয়ে গেসিলেন কক্সবাজারের ব্যবসায়ীরা। এই বছর অক্টোবর থেকেই ব্যবসা জমে ওঠেছে। দেশের অর্থনীতি চাঙ্গা হোক।দেশের মানুষ গুলো সুখে থাকুক।সকলের মন থেকে হিংসা বিদ্বেষ গীবত দূর হোক। শুধু ভালোবাসা থাকুক। শুধুই ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা রয়ে যাক।


উপরের ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তাদের আমার পোস্ট যারা নিয়মিত পড়েন তারা চিনেন। লিনা সায়র দুই বোন। সে সম্পর্কে সায়রা আমার ছোট বোন। আমি আমার একটা ভ্রমণ পোস্টে ককর্নফুলী নদীর সৌন্দর্য তুলে ধরতে সায়রায় নীচের পিকটি ইউজ করিঃ


একজন ব্লগার জিজ্ঞেস করেছেন ছবিতে কে? আমি উত্তর দিসি ছোট বোন।এই ছবি প্রাসঙ্গিক হওয়ার পরও পরোক্ষভাবে আলাদা ভাবে মাল্টি থেকে পোস্ট দিয়ে আমাকে কটাক্ষ করা হয়েছে। অথচ এটা কোন অশ্লীল ছবি নয়। ৪/৫ টা পোস্টে অপ্রাসঙ্গিক ছবি আমি দিয়েছি সেই সুযোগে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমি সব পোস্টে অপ্রাসঙ্গিক ছবি দেই। আমি জানি আমি যতদিন এই ব্লগে ব্লগিং করবো ততদিন বলা হবে আমি সব পোস্টে অপ্রাসঙ্গিক ছবি দেই। এগুলো কি অনুচিত কাজ নয়?


আমি আমার ১০১ তম পোস্ট থেকে এতোদিন যে সমস্যা ব্লগিং করতে আমি ফেস করসি তা আর চাই না। আমার ভুল হলে বলবেন আমি সাথে সাথে সংশোধিত হবো। কিন্তু আলাদা পোস্ট দিয়ে হেয় করা গালি দেয়া কটাক্ষ করা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৫
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাকিস্তান ও চীন কি ভারত-বাংলাদেশ যুদ্ধ বাধাতে চায়?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১



ভারত-বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান ও চীনের লাভ আছে। যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ্য হলে ভারত বিরোধীতায় তারা সহজে বাংলাদেশীদের তাদের পাশে পাবে। বাংলাদেশের নিরাপত্তার অযুহাতে এখানে তারা সামরিক ঘাটি স্থাপনের সুবিধার... ...বাকিটুকু পড়ুন

সিরাতাম মুসতাকিমের হিদায়াত হলো ফিকাহ, কোরআন ও হাদিস হলো এর সহায়ক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:০৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল শিবির, এখন শিবিরের লুঙ্গির নিচে ঘাপটি মেরে আছে গায়ে বোমা বাঁধা সশস্ত্র জঙ্গিরা

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৫


"তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ: চোখে যা দেখেছো, কানে যা শুনেছো, সেগুলো সঠিক নয়, সেসব ভুলে যাও।" - জর্জ অরওয়েল

অনেকদিন ধরে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এতদিন... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী-লীগের ছায়া দায়িত্ব নিয়ে তারেক জিয়া এখন দেশে

লিখেছেন অপলক , ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬



সংবাদের টাইটেল অনেক কিছু বলে দেয়। ভেতরেটা না পড়লেও চলে। বস্তুত: এতদিন ধরে ভারতের গ্রীন সিগনাল পাচ্ছিলেন না, তাই তারেক জিয়া দেশে আসার সময় বারবার পিছাচ্ছিলেন। এখন চুক্তি... ...বাকিটুকু পড়ুন

ফুড ফর থট!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৫



একটা বিশাল আলোচনাকে সংক্ষিপ্ত আকার দেয়া খুবই কঠিন, বিশেষ করে আমার জন্যে। তারপরেও বর্তমান পরিস্থিতিতে ভাবলাম কিছু কথা বলা উচিত। দেশের আভ্যন্তরীন বা আঞ্চলিক রাজনীতিতে ক্রমাগত বড় বড় ভূমিকম্প... ...বাকিটুকু পড়ুন

×