একটি মেয়ে। প্রকৃতির মাধুর্য দিয়ে গড়া মুখ। ৫ ফিট ৫ ইঞ্চি লম্বা। রিভন্ডিং করানো সিল্কি শাইনি চুল।মডার্ন ও ড্যাশিং লুক। ওয়েস্টার্ন পড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মত সুন্দরী। অনেক ছেলে মেয়েটার প্রেমে পড়ে। কিন্তু এযুগের মেয়ে টাকা ও হাইট না থাকলে , বডি বিল্ডার না হলে কাউকে বয় ফ্রেন্ড বানায়না। এমন একটি মেয়ের বয় ফ্রেন্ড নেই এমনটা প্রশ্নই আসেনা। তো মেয়েটিরও তার পছন্দ মতো একটি ছেলের সাথে প্রেম হয়।
কিন্তু দুর্ভাগ্য সুন্দরী মেয়েরা যাদের বয় ফ্রেন্ড বানায় তাদের অধিকাংশই ভিতু/স্বার্থপর/বুকচুদ/ফেক হয়ে থাকে। এধরণের ছেলেদের প্রেমে পড়া রিস্কি।কারণ এই জেনারেশন প্রেম বলতে যা বুঝে তা হলো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, ফেসবুকে প্রেমিক/প্রেমিকার সাথে ডেট করার ছবি আপলোড করা, লং ড্রাইভে যাওয়া এবং অবশ্যই রুম ডেট হতে হবে। সাথে হালকা মদ খাওয়া সিগারেট শেয়ার করা তো আছেই। ২০০০ সালের পর যারা যে প্রজন্মটি স্কুলে ভর্তি হয়েছে তারা সত্যি এক ভয়ংকর পথে হাঁটছে। জাস্ট ৩ টা ভয়াবহতার কথা বলছি - ১) এরা মদ ইয়াবা খাওয়াকে আধুনিকতা ও স্মার্টনেস মনে করব। ২) সুগার ডেডি মেন্টেন করে ৩) প্রেম বলতে এরা বুঝে প্রেমিক/প্রেমিকার সাথে রুমডেট।
তো মেয়েটি ছেলেটির সাথে রুমডেটে গিয়েছে। যা জেনে যায় এলাকার কিছু স্থানীয় বকাটে। বখাটেদের একটি গ্যাং যে ফ্ল্যাটে মেয়েটিকে নিয়ে গেসে সে ফ্ল্যাটে হানা দেয়। মেয়েটির বিএফ ছিল ভিতু প্রকৃতির। বখাটে গুলো দরজায় বাড়ি দিতে থাকে। এবং এক পর্যায়ে দরজা খুলে। দরজা খুলেই ভিডিও করে ও ছবি তুলে ব্ল্যাকমেল করে। ছেলেটি দুষ্ট লোকগুলোর পায়ে ধরে মিনতি করে। কিন্তু কোন লাভ হয়না। শেষ পর্যন্ত মেয়েটিকে বখাটে গুলো রেপ করে। ফিল্মটির নায়ক নায়িকা ছিল সাফা কবির ও শাওন।
উপরের ঘটানাটি চরকির নি:শ্বাস নামক একটি টেলিফিল্ম এর দৃশ্য হলেও একবার ভাবুন কি ভয়ংকর পথে পা বাড়াচ্ছে আপনার বোন /মেয়ে /বাড়ির মেয়ে। মনে করুন সেটি নাটকের কোন দৃশ্য নয়। এমনিই একটি ছেলে তার ১২ টার পর তার জি এফ কে নিয়ে মাওয়া যাচ্ছে লং ড্রাইভে অথবা ইলিশ ভাজার সাথে মদ খেতে। পথে কিছু সন্ত্রাসী আটকালো এবং বয়ফ্রেন্ডকে অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে রেপ করল! এবং মেয়েটি আমাদের কারও ছোট বোন! একবার চিন্তা করুন তো কেমন লাগবে!
প্রেমের নামে এসব রুম ডেট, গভীর রাতে লঙ ড্রাইভ, আড্ডার নামে ইয়াবা সেবন এসব বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে।
"নি:শ্বাস ওয়েব ফিল্মের ট্রেইলার দেখুন"