এক মাল্টি আমার গতকালের পোস্টে একটা এট্যাকিং মন্তব্য করেছে।এই মাল্টির নোংরা এট্যাকিং মন্তব্যের জবাব তার ভাষায় দিলে সামুতে যা ঘঠবে তা নতুন করে বলার কিছু নেই। যদি এরে ছাগু ডাকি ব্লগটিম এসে ব্যান করার হুঁশিয়ারি করে যাবে। জটিল স্কিনশট নিয়ে সামুর ফেসবুক গ্রুপে পোস্ট দিবে মডুকে পিঞ্চ করে।ঢাবিয়ান মন্তব্য করবে হ্যাঁ গোফরান জুলভার্নকে আইনি আশ্রয় নেয়ার হুমকি দিসে। জুলভার্ন সিনিয়র মুক্তিযুদ্ধা বিম্পি করে তাই সে অনলাইনে গোফরানকে ব্যক্তি আক্রমণ করতে পারবে। গালি দিতে পারবে গোফরান কিছু করতে পারবেনা। শেরজা তপন ভাই এসে এসে প্রতিবাদ করবে। জুন আপু এসে বলবেন গোফরান এসব কি?আমি এই মন্তব্য করলে ব্লগটিম এতক্ষণে কমেন্টটি মুছে আমাকে সাবধানী নোটিস পাঠাতেন। জিকো ব্লগ এসে বলতেন আমি মক্ষীরানির পাওয়ার দেখাচ্ছি।
এই ব্লগের সিন্ডিকেট ব্লাগাররা বড় একচোখা। কয়েকজন ব্লগার একটু ফান করলে দৌড়ে গিয়ে তাদের ব্যান করার জন্য মডারেটরকে প্রেশার দিবে অথচ শুধু আমার ব্লগের পোস্ট থেকেই অনেক গুলো ব্যক্তি আক্রমণ করা মন্তব্য বের করা যাবে। তাদের কিছুই বলবেনা।
সিন্ডিকেট করে যারা নিজদের পোস্টে লাইক কমেন্ট জোগাড় করে তাদের কয়েকজন এসব বেয়াদব ব্যক্তি আক্রমণকারীদের পক্ষ নিবে সস্তা লাইক কমেন্টের আশায়।শুধু মাত্র সামুর একজন সেরা ব্লগারকে পছন্দ করি ও চাই যে তিনি ব্লগে থাকুক এই অপরাধে কিছু সেলিব্রিটি ব্লগার এদের সাপোর্ট দিবে। আমাকে ব্যক্তি করা মন্তব্য গুলো দেখেও না দেখার ভান করবেন। আমার বিরুদ্ধে করা পোস্টে কমেন্টের নামে ২০০ লাইনের রচনা লিখবেন।
ব্লগটিম এই মন্তব্যের উত্তরে করা মন্তব্য মুছে দিবে। কিছুদিন আগে বেয়াদব নিবর্হণ এর নোংরা গালি ও ব্যক্তি আক্রমণ এর প্রতিবাদ করে একটা পোস্ট দিসিলাম। ব্লগ টিম ওরে নীতিমালায় তো আনেইনি উলটো আমার পোস্টটি সরিয়ে ফেলছে।
এগুলো কি জাস্টিস?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



