
শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বিএনপি-জামাত স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দেশছাড়া হতে বাধ্য করবে। হ্যাঁ। এটা ধ্রুব সত্য।
নীচের ঘটনাটা পড়লে আমার উপরের বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যাবে।
অমিত তেজী যোদ্ধা,
বীর মুক্তিযোদ্ধা জহর সেন।
ফরাসী সাংবাদিক অ্যান ডি হেনিং এর তোলা ছবির বীর মুক্তিযোদ্ধা সিলেটের জকিগঞ্জের ৭১'এর তরুণ জহর সেন, কুষ্টিয়া অঞ্চলে প্রথম যুদ্ধ শুরু করেন, পরে হবিগঞ্জের বাহুবলে। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি স্থায়ী বাসিন্দা হন ভারতের আসামের করিমগঞ্জের।
অমিত তেজী যোদ্ধা, জহর সেন, একাই ১৭ জন পাকসেনা ও দুই আলবদর মেরেছিলেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে দেখেন তার কাজিন রেপ হয়েছে, তাঁর বাবা মাকে হত্যা করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধার সনদ নিতে যাননি। রক্তাক্ত মধ্য অগাস্টের পর দেশে নিরাপদ বোধ না করায় ভারতে চলে যান। শুধু নিরাপত্তার অভাবে একজন বীর মুক্তিযোদ্ধা নিজের হাতে স্বাধীন করা দেশে থাকতে পারেননি,
এ বেদনার, লজ্জার!
অক্ষমের লজ্জাদীর্ন ভালোবাসা!
____________________________
(তথ্যসূত্র: মুহাম্মদ আতাউল গণি ওসমানীর পিএস সালেকউদ্দিনের লেখা বই ‘সিলেটে মুক্তিযুদ্ধ’। এছাড়া দেবদুলাল মুন্না নিজেও উনার সাথে ৮৮ সালে দেখা করেন। 'প্রিয় প্রজন্ম' ম্যাগাজিনে সেটার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল।)
[ছবি কৃতজ্ঞতা:
অ্যান ডি হেনিং, ফরাসী সাংবাদিক।
একাত্তরের এপ্রিলে কুষ্টিয়ায় তিনি এই ছবিটি তোলেন
Shihab Ahmed Shaheen এর ফেবু ওয়াল থেকে। ]
আগামী ৭ই জানুয়ারী জাতীয় নির্বাচন। আমি নিশ্চিত স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ টানা ৩য় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। আমি চাই চীরকাল বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। রাজাকারের গাড়িতে একটা পবিত্র পতাকাকে লাগিয়ে যারা ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ বিড়ঙনাকে অপমান করেছিল তাদের স্বাধীন বাংলায় সরকার গঠন করা তো দূরের কথা, এখানে থাকার অধিকার পর্যন্ত নেই। রাজাকার বাহিনী ক্ষমতায় আসলে বাংলাদেশকে জঙ্গিস্থান বানাবে, মসজিদ মাদ্রাসা গুলোকে বানাবে জঙ্গিদের আস্তানা। পপবিত্র মসজিদ মাদ্রাসাকে বানাবে বলৎকার এর কেন্দ্রস্থল। নারীদের জোর করে দমিয়ে রাখার ও ভুলভাল ওয়াজ করে পুরুষদের দাসী হয়ে থাকার ঘৃণ্য ষড়যন্ত্র করবে। নারী নেতৃত্ব হারাম ঘোষণা দেয়ার পরও গোলাপি আপা ও গু আজম গং একই মঞ্চে হাউকাউ করবে। মামুনুল হকরা ৪ টা বিয়ে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
তাই বিএনপি জামাতের বাংলাদেশে আর কখনোই ক্ষমতায় আসা উচিত নয়।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



