
গতকাল রাত তখন ২ টা। রাতজাগা আমার নেশা। আমার রাতের নিস্তব্ধতা ভালো লাগে। আমি খুব ধার্মিক কেউ নই। একজন মডারেট মুসলিম বলতে পারেন। আমার মধ্যরাতে নামাজ পড়তে ভালো লাগে। আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিটেশন হইল নামাজ। প্রেয়ার রুমে বাতি নিভিয়ে জাস্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে, ওযু করে পবিত্র হয়ে পাঞ্জাবি আর টুপি পড়ে, হালকা আতর অথবা এলকোহল মুক্ত পারফিউম ইউজ করে (লাফজ অথবা ফগ মাস্টার ইউজ করতে পারেন) ৮ থেকে ১২ রাকাত নামাজ পড়লে যে মানসিক প্রশান্তি পাই আমি আর কোথাও অমন প্রশান্তি পাইনি।দুশ্চিন্তা গুলো রবের কাছে সোপার্দ করে স্ট্রেস ফ্রী থাকার সর্বশ্রেষ্ঠ মাধ্যম মনযোগের সাথে গভীর রাতে রবের কাছে সিজদা করা। এখানে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে যার যার মতো তাদের প্রভুকে স্মরণ করে প্রার্থনা করুন। যদিও একজন মুসলিম হিসেবে আমি মনে প্রানে মেনে চলি "আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তাই নেই" তবুও ইসলাম ধর্মে আল্লাহ এ ধর্মের অনুসারীদের প্রত্যেক ধর্মাবলম্বীদের তাদের মতো করে ধর্মপালনে বাঁধা না দেয়ার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি কোন কাফেরকে কাফের না বলার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবাহানাতাআলা।আরও অবাক করা বিষয় হলো - যদি কোন মুসলিম অন্যকোন অমুসলিমদের উপর অত্যাচার করে তবে "ডে অফ জাজমেন্ট" এর দিন রসুল স: সে অমুসলিমদের পক্ষে অবস্থান করবেন।

আমাদের কাঠমোল্লাগণ ইসলাম কোরান ও হাদীসের ভুলভাল ব্যাখ্যা করে এমন পবিত্র একটি ধর্মকে হাস্যকর করছে। যেমন তারা ফতুয়াবাজী করে - রাতের বেলা কুকুর ডাকে কারণ তারা নাকি জ্বিন দেখতে পায়। আজান দিলে নাকি জিন পালিয়ে যায় তাই আজানের সময় কুকুর ডাকে। এবং কুকুর পোষা নাকি নাজায়েজ।অথচ কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী আর নেই। আপনার বিপদে জান দিয়ে দিবে।

উপরের ছবিতে ভোট দেয়ার যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন এটি দুই বাংলার সেরা অভিনেত্রী জয়া আহসানের। আজ সকালে স্টোরিতে অনেক কালি মাখা আঙ্গুলের ছবি দেখলাম। এই আঙ্গুলটি স্পেশাল আমার কাছে এই কারণে নয় তিনি দেশের সেরা অভিনেত্রী।মূল কারণ এই তীব্র শীতে বেওয়ারিশ কুকুরদের মুখে খাবার তুলে দেয়, নিরীহ প্রাণী গুলোকে তাড়িয়ে না দিয়ে একটু আশ্রয় দেয়ার আহবান জানায়। যদিও মোল্লারা বলে এই মেয়েটি জাহান্নামি , আসলে সত্য হলো আল্লাহ তাঁকে,শ্রেষ্ঠ বানিয়েছেন কারণ সে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। এই তীব্র শীতে গবাদি পশু, কুকুর, বিড়ালদেরও ঠান্ডা লাগে। তাদের একটু উষ্ণ পরিবেশ নিশ্চিত করুন।

মোল্লারা বলে মেয়েরা জোরে হাসলে নাকি পাপ। অথচ হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। মোল্লারা বলে ছবি তুলা হারাম। আল্লাহ কি জানতেন না ছবি তুলা ছাড়া স্বয়ং আল্লাহত অলিরাও একসময় পৃথিবীতে সারভাইব করতে পারবেন না? তাহলে তিনি কি কারণে ছবি তুলা হারাম করবেন? পৃথিবীতে যা কিছুই সুন্দর সবকিছুকেই ওরা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে।মোল্লাদের বিরুদ্ধে লিখলে একদল মৌলবাদী মানসিকতার ব্লগার মডারেটরকে গিয়ে নালিশ করে আমি নাকি - 'আমি নাকি ইসলামের বিপক্ষে লিখি'। তাজ একদম উপরের কথা গুলো লিখছি।কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখলেই কেউ ইসলাম বিরোধী হয়ে যায়না। কাটমোল্লাদের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



