
কত % ভোট কাস্ট হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যা দেখে এতটুকু অনুমান করাই যায়, ৩০-৪০% ভোট কাস্ট হয়েছে। যদিও বিএনপি বলছে প্রতিটি কেন্দ্রে ডামি প্রার্থী দাঁড় করানো হয়েছে কিন্তু সত্য হল ডামি প্রার্থী হোক আর সত্যিকারের প্রার্থী হোক লড়াই কিন্তু হয়েছে। চট্টগ্রাম ৯ এ নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রায় ৭০% কেন্দ্রে লড়াই করেই জিততে হয়েছে। ব্যারিস্টার সুমন জয়যুক্ত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে সুষ্ট ভোট হয়েছে। রাজশাহী ১ আসনে নির্বাচিত হয়েছে নৌকা প্রার্থী। স্বতন্ত্র ছিল মাহি। স্বয়ং মাহি বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। জাতীর জনক কন্যা প্রথম থেকে বলে আসছেন, সংসদে এবার বিজয়ী হয়েই আসতে হবে। তাই নৌকা প্রার্থীদের মধ্যে অধিকাংশই ভয়ে ছিলেন।
বিদেশী পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। আমরা অনেক দুর্নীতিবাজকে হারতে দেখছি, গায়িকা মমতাজকে হারতে দেখেছি। তাই বলা যায় দেশের মানুষ অধিকতর যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করেছে। এদেশের মানুষ ধর্মপ্রাণ। ধার্মিকরা মিডিয়ার নায়িকাদের রীতিমতো নষ্টা বেশ্যা মনে করে। গতকাল এক ছাগু স্ট্যাটাস দিসে নর্তকী মাহি হেরে গেসে খুশী লাগতেছে। শুধু মাত্র একজন নায়িকা বলে রাজশাহীর লোকেরা ২০২৪ এ এসেও ধর্মীয় কারণে ভোট দেয়নি।বিষয়টি লজ্জার। অনেকে বলে থাকবেন - মাহি অযোগ্য। মাহি অযোগ্য হলে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কতটুকু যোগ্য জাতীর বিবেকের কাছে প্রশ্ন রইল।যোগ্য টোগ্য কিছুই না। কারণটা আসলে ধর্মীয়। আমি যতটুকু জানি রাজশাহীতে অনেক জামাত শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় একসময় শিবিরের দখলে ছিল। ওদের মতো ধর্মান্ধরা তো নয়ই, সাধারণ মুসলিমরাও মাহিকে ভোট দেয়নি। রাজশাহীর ধর্মপ্রাণ মানুষের ব্রেনে ঢুকিয়ে দেয়া হয়েছে মাহিকে ভোট দিলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়াই আমি খুবই খুশী তবে মাহি বিজয়ী হলে খুশির মাত্রা দ্বিগুণ হতো। ভাবছিলাম মাহি জয়ী হলে পোস্টের শুরুতে দেয়া ছবির মতো ওরে নৌকায় বাসিয়ে একটা ফটুশ্যুট করে ফেবুতে আপলোড দিয়ে লীগের নেতা সবগুলারে ট্যাগ দিমু কিছুই হইল না।
রাতে ব্লগে এসে দেখি প্রায় ১৭০০ ভিজিটির। অথচ ১ম পাতায় ব্লগার ১৫ টি পোস্টের মধ্যে শুধু ব্লগার ভুয়া মফিজ ও মাইদুল সরকারের ও সোনাগাজীর পোস্ট ২০০+ পাঠক পেয়েছে। মহাজাগতিক এর পোস্ট ১৭০+ পাঠক পেয়েছে। অন্য সব পোস্টেই পাঠক নেই।অথচ গতকালও ব্লগ জমে ছিল। হয়তো নির্বাচনের পর ব্লগারেরা হতাশ বা তাদের মন খারাপ। ব্লগে নির্বাচন নিয়ে ৭ তারিখে ব্লগার সোনাগাজী, তানভীর ভাই, স্নিথ ভাই, শ্রাবণ ধারা ভাই, হাসান কালবৈশাখী ভাই, শাহ আজিজ ভাই, নাহল তরকারি ভাই সহ কয়েকজন পোস্ট দিয়েছেন। ৮ তারিখে সোনাগাজী স্মিথ ও তানভীর জুমার ভাই এর পোস্টে নির্বাচন নিয়ে হালকা আলোচনা হয়েছে। একথা সত্য যে, ব্লগাররা এই নির্বাচনে সন্তুষ্ট নয়। যতই কট্টর আওয়ামী লীগ বা বিএনপি হোক হোক ব্লগার মানেই আগে দেশ ও দেশের মানুষ তারপর দলের চিন্তা করবে। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে ব্লগাররা বেশী খুশি হতেন নিশ্চিত ভাবে বলা যায়।
আমি মনে করি বিএনপির নির্বাচনে আসা উচিত ছিল। বিএনপি আসলে ১০০+ আসন পেতো। যদি অন্যান্য বারের মতো হতো তাহলেও ভালো হতো এটলিস্ট আমেরিকাকে বলতে পারত। এখন বিএনপিকে অস্তিত্ব সংকটে পড়তে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



