
অনেকের একটা ভুল ধারণা আছে যে, মেয়েরা লোভী।তারা পয়সা ওয়ালা ও বাড়ি গাড়ি ওয়ালা ছেলে ছাড়া প্রেম বা বিয়ে করেনা। আপাতদৃষ্টিতে কথাটা সত্যি হলেও - সার্বিক পরিস্থিতি বিবেচনায় কথাটা সবার ক্ষেত্রে সত্যি নয়।যেসব মেয়ের ব্যক্তিত্ব আছে তারা নিজের ভালোলাগাকে অর্থ সম্পদের জন্য সেক্রিফাইজ করবেনা। তবে এটা সত্য ৮০% মেয়ে ধন সম্পত্তি কিংবা এস্টাবলিশমেন্ট দেখে বিয়ে করে। এবং সেটা যৌক্তিকও। একটি মেয়ে হুদাই কপালে দু:খ-কষ্ট কেন টেনে নিবে?কিন্তু ব্যক্তিত্ববান মেয়েদের প্রেমে পড়ার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তখন পয়সাকড়ি মেটার করেনা। তাদের কাছে দেখে ভালো লাগাটাই মূখ্য। একটি ছেলেকে দেখে অথবা ছেলেটির এটিচুড মেনারস বিহেভিয়র কিংবা যেকোনো গুণ যদি তাকে মুগ্ধ করে তবে সে ইমপ্রেস হবেই।
কিছু মেয়ে আছে খুবই ইউনিক। এরা সিম্পলিসিটি পছন্দ করে। এরা সিম্পলিসিটির মধ্যেই মুগ্ধতা খুজে পায়। এরা নেচারালি বিউটি। মেকাপ টেকাপ ইউজ করেনা। এরা জন্মগত ভাবে খানদানি। ফকিন্নি গুলো ক্লাসলেস। এরা পয়সা দেখে প্রেমে পড়ে।ফকিন্নি বলতে এখানে গরীব বুঝানো হয়নি। আমি নিজেও গরীব। - ফকিন্নি বলতে ছোট মানসিকতার মেয়েদের বুঝানো হয়েছে - যারা বেটার অপশন পেলে আগের প্রেমিককে ছেড়ে চলে যায়।টাকা পয়সা দেখে প্রেমের অভিনয় করে।
আর সিম্পলটাই ক্লাসি।“Simplicity is the ultimate sophistication.”? সিম্পলিসিটি লাইক করে এমন প্রেমিকা/বউ পাওয়া আসলেই ভাগ্যের। কয়েকদিন আগে আমি ২য় প্রেমিকার কথা লিখছিলাম। তখন জব ব্যাবসা কিছুই নেই।পুরাই বেকার।প্রথম ব্রেক আপের পর ৩ বছর বেকার ছিলাম। তখন ২য় প্রেমিকার প্রেমে পড়েছিলাম। প্রেম চলাকালীন একদিন সে বলল ঘুরতে বের হতে। আমি বলছি টাকা নাই। ও বলছে বের হতে টাকা লাগে নাকি? জিজ্ঞেস করলাম তাহলে কি লাগে? বলে বাইকে তেল আছে? বলি যা আছে তা দিয়ে ২০/২৫ কিলো চালানো যাবে। সি আর বি আসতে বলল। গেলাম। জিজ্ঞেস করল পকেটে আছে কত? বললাম ৫০০। আরে এটা দিয়ে ২ দিন ডেট করা যাবে। একটা বাংলা হোটেলে ঢুকলাম। ছুলা পিয়াজু আর চা খেলাম। একটা চা এর অর্ধেক পিরিচে ঢেলে, কাপটা আমার দিকে আগাইয়া দিল। বলে খাও। ৫ টা বেনসন লাইট ২ জনে শেয়ার করে পুরা সন্ধ্যা পার করে দিলাম। রাত ৮ টাই ফুটপাতেই সে ফুসকা আমি চটপটি খেলাম। তাহলে চুলা পিয়াজু ৩০ টাকা + চা একটি ৭ টাকা + বেনসন লাইট ৫ টি ৬০ টাকা, ফুসকা ও চটপটি ২ প্লেট ৪০ টাকা। মোট ১৩৭ টাকায় ডেটিং শেষ। অনেকে মনে করবে সে আনস্মার্ট বা অসুন্দর। তাই ছবিটি দেয়া। ওরে গরীব অসুন্দর মনে করার সুযোগ নেই।
অনেক মেয়েরা টাকা ওয়ালার প্রেমে পড়ে। জীবনে চলতে গে টাকা পয়সা ছাড়া সারভাইব করা অসম্ভব। তবে টাকা নাই দেখে কাউকে রিজেক্ট করা কারও সাথে প্রেমের সম্পর্কচ্ছেদ করা ক্লাসলেস মেয়েদের লক্ষ্মণ। সুখী হতে বেশী টাকার দরকার নাই। মাত্র ১২৭ টাকা দিয়ে সেদিন আমি যেভাবে এনজয় করেছি - ক্লাসলেস মেয়েদের সাথে লাখ টাকা খরচ করে ডেট করেও সে তৃপ্তি পাওয়া যায়না। কারণ ছেলেটির পকেটের পয়সা খরচ হয়ে যাওয়ার পর পরই মেয়েটা প্রেম-মোহ- প্রায়োরিটি দেয়া এগুলো কমে পড়ে যাবে - কারণ মেয়েটি টাকার বা বিলাসিতার প্রেমে পড়েছিল ছেলেটির প্রেমে নয়।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



